পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে🍎 গ্রেফতার করা হয়েছে হরিয়ানা হিসারের ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তারপর থেকেই সামনে উঠে আসছে জ্যোতির একের পর এক কীর্তিকলাপ। এই আবহে জ্যোতির বাবা হরিশ মালহোত্রা জানিয়েছেন, মেয়ে যে পাকিস্তানে যাচ্ছে, তা জানতেনই না তিনি। এমনকী মেয়ের ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিষয়েও অন্ধকারে ছিলেন তিনি।
আরও পড়ুন-স্বর্ণমন্দিরে ক্ষেপণাস্ত্র হামল💖ার চে🀅ষ্টা! ভারতের কোন অস্ত্রে কুপোকাত পাকিস্তান?
মেয়ের পাকিস্তান ভ্রমণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় থাকলেও এই বিষয়ে কিছু জানতেন না বলেই দাবি করেছেন জ্যোতির বাবা হরিশ মালহোত্রা। সংবাদসংস🍃্থা এএনআইকে ধৃত ইউটিউবারের বাবা বলেন, ‘ও আমাকে বলত দিল্লি যাচ্ছে। তার বেশি আমাকে কোনওদিন কিছু বলেনি।’
গত সপ্তাহেই দেশবিরোধী কার্যকলাপ এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থার সঙ্গে গোপন যোগাযোগ র𝓡াখার অভিযোগে গ্রেফতার হয়েছে ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তাঁর ‘ট্রাভেল উইথ জো’ নামক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪ লক্ষ। নয়াদিল♋্লি পাকিস্তানি হাইকমিশনের এক কর্মীর সঙ্গে আলাপ ছিল জ্যোতির, সন্দেহ পুলিশের।
শুধু তাই নয়, কমপক্ষে দু’বার পাকিস্তানে গিয়েছিল বলেও তথ্য পেয়েছে তদন্তকারীরা। জ্যোতির ইউটিউব চ্যানেলে কমপক্ষে ৪৫০টি ভিডিয়ো আপলোড করা হয়েছে। তারইমধ্যে কিছু ভিডিয়োর শিরোনাম ‘পাকি𓂃স্তানে ভারতের মেয়ে’, ‘লাহোর ঘুরে দেখছে ভারতের কন্যা’,🌃 ‘পাকিস্তানের বিলাসবহুল বাস ঘুরে দেখছে ভারতীয় কন্যা’।
আরও পড়ুন-স্বর্ণমন্দিরে কไ্ষেপণাস্ত্র হামলার চেষ্টা! ভারতে🍰র কোন অস্ত্রে কুপোকাত পাকিস্তান?
নিয়ন্ত্রণ র🧜েখা থেকেই ট্যাঙ্ক ব্যবহার করে পাকিস্তানে আঘাত ভারতের! দাবি রিপোর্টে
পুলিশ জানিয়েছে, পহেলগাঁও💖 হামলা এবং অপারেশন সিঁদুরের সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন জ্যোতি। বারবার তার পাকিস্তান ভ্রমণ তাকে সন্দেহের তালিকায় ফেলে দেয়। তদন্তের অংশ হিসেবে পুলিশ তার ফোন এবং অন্যান্য গ্যাজেটগুলিও বাজেয়াপ্ত করেছে। গত বছরের মার্চ মাসে পাকিস্তানি দূতাবাসে 🀅গিয়ে একটি ভিডিয়ো আপলোড করেছিল।