মমতার পাশে দাঁড়িয়ে মোদী সরকারের 'থার্ড ক্লাস রাজনীতি'র বিরুদ্ধে তোপ দাগল শিবেনার। কেন্দ্র বনাম বাংলার দ্বন্দ্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে কেন্দ্রকে তোপ দাগল শিবসেনা। এদিন শিবসনার মুখপত্র সামনার মাধ্যমে আলাপন কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগে শিবসেনা। সামনাতে লেখা হয়, কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব আদতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থি। বিজেপি সম্প্রতি পশ্চিমবঙ্গে হেরে গিয়ে গুরুতর ভাবে জখম। তবে এর জেরে কেন্দ্রীয় সরকার এই হার নিজের মনে করে নেবে, এর দরকার ছিল না। উল্লেখ্য, শিবসেনার মুখপত্র সামনার সম্পাদক হলেন সঞ্জয় রাউত।সামনাতে আরও লেখা হয়, কলতলায় যেভাবে মহিলারা ঝগড়া করে, আলাপন কাণ্ডে কেন্দ্র সেভাবে আচরণ করেছে। থার্ড ক্লাস রাজনীতির পরিচয় দিয়েছে কেন্দ্র। পাশাপাশি রাজ্যসভায় স্বপন দাশগুপ্তের মনোনয়ন নিয়েও প্রশ্ন তোলা হয় সামনাতে। লেখা হয়, 'দাশগুপ্তকে আবার একবার মনোনীত করেছে রাষ্ট্রপতি। বিধানসভা নির্বাচনে লড়ার জন্য এই লোকটা রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন। নির্বাচনে তিনি হারলেন। তার একমাস যেতে না যেতেই তাঁকে রাষ্ট্রপতি আবার মনোনীত করলেন। ১৯৫২ সালে রাজ্যসভা গঠিত হওয়ার পর থেকে এরম ঘটনা আর কখনও ঘটেনি।'তাছাড়া সেন্ট্ররাল ভিস্তা প্রকল্প নিয়েও কেন্দ্রকে তোপ দাগে সামনা। লেখা হয়, 'প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির জন্য নতুন বাসভবন নির্মাণে ব্যস্ত কেন্দ্রীয় সরকার। তাঁরা তো নতুন বাসস্থান পেয়ে যাবেন, কিন্তু দেশের জনগণ কী করবে? কোভিডকালে ১৩ কোটি মানুষ চাকরি হারিয়েছেন। ২০২০ সালের এপ্রিল থেকে ধীরে ধীরে সাধারণ জনগণ আরও বেশি করে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে।'