বাংলা নিউজ > ঘরে বাইরে > Telengana CM son's drug test challenge: 'নিজেকে জুতো মারবেন', BJP নেতার ড্রাগ টেস্ট চ্যালেঞ্জে পালটা মুখ্যমন্ত্রীর ছেলের
পরবর্তী খবর
Telengana CM son's drug test challenge: 'নিজেকে জুতো মারবেন', BJP নেতার ড্রাগ টেস্ট চ্যালেঞ্জে পালটা মুখ্যমন্ত্রীর ছেলের
1 মিনিটে পড়ুন Updated: 21 Dec 2022, 10:38 AM ISTAyan Das
Telengana CM son's drug test challenge: তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর ছেলে কেটিআর বলেন, 'কীসের টেস্ট? কীসের ড্রাগ টেস্ট? (রক্ত নমুনা) দেব। তাতে ক্নিনচিট পাওয়ার পর উনি নিজেকে চপ্পল দিয়ে মারবেন।'
কেটিআর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
রাজ্য বিজেপি সভাপতির চ্যালেঞ্জ গ্রহণ করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর ছেলে। তবে বেঁধে দিলেন একটি শর্তও। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটিআরের দাবি, যদি ড্রাগ টেস্টে ক্লিনচিট পান, তাহলে নিজেকে জুতো দিয়ে মারতে হবে রাজ্য বিজেপি সভাপতিকে।
টাইমস নাওয়ে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর ছেলে বলেন, ‘কারও যদি সাহস থাকে, তাহলে জনগণের জন্য ওঁনার (রাজ্য বিজেপি সভাপতি) কিছু ভালো করা উচিত। এরকম বোকা-বোকা মন্তব্য এবং রাজনীতি বুঝি না আমি। আমি রক্ত দেব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্যদেরও (রক্ত) দিতে বলব।’
তারপরেই তেলাঙ্গানার বিজেপির সভাপতিকে পালটা চ্যালেঞ্জ ছোড়েন কেটিআর। তেলুগু রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) সরকারের মন্ত্রী বলেন, 'এরকম সস্তার রাজনীতি কেন? মানুষের কাজের হবে, এমন কিছু কথা বলা উচিত ওঁর। কিন্তু উনি (তেলাঙ্গানার বিজেপি সভাপতি) ভুলভাল কথা বলেন। প্রাণীদের মতো চেঁচাতে থাকেন। ওঁরা কি মানুষ? এঁরা রাজনীতিবিদ? কীসের টেস্ট? কীসের ড্রাগ টেস্ট? (রক্ত নমুনা) দেব। তাতে ক্নিনচিট পাওয়ার পর উনি নিজেকে চপ্পল দিয়ে মারবেন।'
তেলাঙ্গানার বিজেপি সভাপতিকে আক্রমণ করে কেটিআর আরও বলেন, ‘উনি কি করিমনগর সার্কেলে নিজেকে মারবেন? শুধু মাদকের জন্য নয়, উনি যদি চান, তাহলে আমার রক্ত-সহ যে কোনও কিছু নিতে পারেন। আমার ত্বকও দেখতে পারেন। উনি যদি চান, তাহলে আমার চুলও দিয়ে দেব (কটাক্ষ করে বলেন)।’
সেইসঙ্গে কেটিআর বলেন, 'আমি ক্লিনচিট পাওয়ার পর উনি নিজের চপ্পল দিয়ে নিজেকে মারবেন। আমি যদি নিজের জুতো দিয়ে মারের কথা বলতাম, তাহলে ওঁরা (বিজেপি নেতারা) বলতেন যে আমি ওঁদের অপমান করেছি। উনি (তেলাঙ্গানার রাজ্য বিজেপি সভাপতি) যদি সেটা মেনে নেন, তাহলে আমি এখানে চলে আসবে।'