গত ২২ এপ্রিল পহেলগাঁতে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই নড়েচড়ে বলেছে সেনা ও নিরাপত্তাবাহিনী। এর মাঝে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের শতাধিক জঙ্গিকে খম করেছে ভারত। তবে এখনও পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি জড়িত জঙ্গিদের ধরতে পারেনি সেনা। এহেন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় এখন লাগাতার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। এই আবহে গত কয়েকদিনে লস্কর, জইশ-ই-মহম্মদের ৬ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। পুলওয়ামা, শোপিয়ান ও সংলগ্ন জেলাগুলিতেও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। এই আবহে বৃহস্পতিবার ভারতীয় সেনার হামলায় নিহত জইশ-ই-মহম্মদের এক জঙ্গির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যায়, সেই জঙ্গি তার মায়ের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন, সেই সময় তার মা তাকে আত্মসমর্পণের জন্য অনুরোধ করছেন। (আরও পড়ুন: আমেরিকা '😼ধোকা' ꦕদিলে দিক, ভারতে পাশে থাকার অঙ্গীকার 'আসল বন্ধুর')
আরও পড়ুন: সংঘর্ষ বন্ধ হܫলেও এখনও চা বানানোর জল পাচ্ছে না পাক,𓆉 হাঁটু গেড়ে বসলেন শেহবাজ শরিফ
জানা গিয়েছে, ভাইরাল সেই ভিডিয়োটা নাজির ওয়ানি নামক এক জঙ্গির। এনকাউন্টারের ঠিক আগে মায়ের সঙ্গে নাজিরকে কথা বলতে দেখা য🍰ায় সেই ভিডিয়োতে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়ো কলের সময় নাজিরের হাতে একটি একে-৪৭ রাইফেলও ছিল। ভিডিয়োতে সেই জঙ্গির মা বলছেন, 'আত্মসমর্পণ করো।' এ সময় সন্ত্রাসী তার মাকে জবাꦦব দেয়, 'আর্মি আসতে দাও, তারপর আমি দেখব।'
জানা গিয়েছে, সেনার হাত থেকে বাঁচ💫তে একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গি নাজির। মা ছাড়া আরেক জঙ্গি আসিফ আহমেদ শেখের সঙ্গেও কথা বলেছিল নাজির। এনকাউন্টারে নাজিরের পাশাপাশি নিহত হয় আসিফও। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে পুলওয়ামার নাদের ত্রাল এলাকায় এনকাউন্টারে খতম হয় তিন জইশ জঙ্গি। সেনার তরফে জানানো হয়, গোয়েন্দা সূত্রে ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। নাজির ওয়ানি ও আসিফ আহমেদ শেখ ছাড়াও ইয়া🌜ওয়ার আহমেদ ভাটকেও হত্যা করা হয় এই এনকাউন্টারে। এই জঙ্গিরা জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। এর আগে শোপিয়ানে অপারেশন কেলারে ৩ লস্কর জঙ্গিকে খতম করেছিল সেনা। এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করেছে সেনাবাহিনী।