Vastu Tips for Puja Room: ঠাকুরঘরে ঘণ্টা রাখছেন তো! বাস্তুশাস্ত্র মতে এর শুভ প্রভাব কী কী ঘটে ? Updated: 03 Dec 2022, 04:19 PM IST Sritama Mitra বাস্তুশাস্ত্র মতে বলা হয়, ঠাকুরঘরে ছোট্ট একটা ঘণ্টা রাখলেই তা খুবই উপকারি ফল দান করে। বহু বাস্তুশাস্ত্র বিদের মতে এতে গৃহস্থে নানান ধরনের সুখ শান্তি লাভ হয়। দেখে নেওয়া যাক ঠাকুর ঘরে ঘণ্টা রাখলে কী কী উপকার মেলে।