সোমবার অযোধ্যার রামমন্দিরে 'প্রাণপ্রতিষ্ঠা' করা হয় রামলালার। রীতিমতো অকাল দিওয়ালি পালিত হচ্ছে গোটা দেশে। অযোধ্যায় রামমন্দিরে ঢোকার জন্য মানুষের উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। এর জেরে গতকাল সাময়িক ভাবে বন্ধও করতে হয়েছিল রামমন্দির। এই আবহে ২০২৪ সালের নির্বাচন কি 'রামের নামেই' জয় করবে বিজেপি?