Congress spent ₹585 Crore in 4 state Assembly Polls: টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! Updated: 08 Oct 2024, 11:38 AM IST Abhijit Chowdhury আজ হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। চলতি বছরে এর আগে আরও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট হয়েছে। সঙ্গে হয়েছে লোকসভা ভোট। সেই নির্বাচনে কংগ্রেস কত খরচ করেছে, সেই খতিয়ান নির্বাচন কমিশনকে দিল দল।