Dunith Wellalage IND vs SL: ১৩ বলে ২ রান দিয়ে ৩ উইকেট! বিরাটদের কাঁদানো এই দুনিথ কে? ২০২২-তেই বুঝিয়েছিলেন Updated: 12 Sep 2023, 05:15 PM IST Ayan Das বাঁ-হাতি অর্থোডক্স বোলার। তাঁর সামনেই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে কেঁপে গেল ভারত। আপাতত ভারতের যে চারটি উইকেট পড়েছে, চারটিই নিয়েছেন ২০ বছরের দুনিথ ওয়েলালাগে। ১৩ বলের ব্যবধানে শুভমন গিল, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আউট করেন। কে এই দুনিথ?