২০১৯ সালে বাংলায় বিজেপির উত্থান। তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলে ১৮টি লোকসভা আসনে জয়লাভ করে পদ্ম শিবির। এই আবহে ২০২১ সালে বাংলা দখলের লক্ষ্য নিয়ে ঝাঁপান দিলীপ ঘোষরা। তবে তৃণমূল ততদিনে দলে টেনেছে প্রশান্ত কিশোরের আইপ্যাক-কে। সেই সংস্থার 'সমীক্ষার' জোরে বাংলায় গদি ধরে রাখেন মমতা।