WB Rain and Storm Forecast till 27th June: এগিয়েছে বর্ষা, বাংলায় জায়গায় জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে হবে ঝড় Updated: 21 Jun 2024, 10:08 AM IST Abhijit Chowdhury বর্ষা এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। তবে প্রাকবর্ষার শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই আবহে আজও সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। ওদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও জায়গায় জায়গায় ভারী বর্ষণ জারি থাকবে বলে জানা গিয়েছে।