শুভব্রত মুখার্জি
এই মুহূর্তে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ ১-১ ফলে সমতায় রয়েছে। ৭ই জানুয়ারি সিডনিতে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। বিরাটের নেতৃত্বে অ্যাডিলেডে ৩৬ রানে অল-আউট হওয়ার যে লজ্জায় ডুবেছিল ভারত, রাহানের নেতৃত্বে মেলবোর্নে জয় তুলে নিয়ে হৃত সম্মান ফিরিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ও মহম্মদ শামিকে ছাড়া ভারতীয় দল যে মেলবোর্নে এইভাবে ঘুরে দাঁড়া🌠বে, ༒তা হয়ত আশা করেননি অতিবড় সমর্থকরাও।
আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতের এই প্রত্যাবর্তনে একেবারেই বিস্মিত হননি প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল। তাঁর মতে,𓃲 'রাহানে জন্মগত নেতা। ও যতটা শান্ত, ঠিক ততটাই সাহসী।'
তিনি লিখেছেন, 'ღমেলবোর্নে আজিঙ্কা যে ভারতকে সাবলীলভাবে নেতৃত্ব দেবে, এটা আমার আশাই ছিল। ২০১৭-তে ধরমশালাতে যারা ওকে নেতৃত্ব দিতে দেখেছে, তারা বুঝবে ছেলেটি অধিনায়ক।'
চ্যাপেলের উল্লেখিত সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে আট উই🧜কেটে হারিয়ে সিরিজ ২-১ করে ভারত। চতুর্থ ইনিংসে ৩৮ রানে অপরাজিত ছিলেন রাহানে।
চ্যাপেল বলেন, 'সেই ম্যাচে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ প্রায় একশো রানের উপরে জুটি গড়ে ফেলেছিল। তাদের জুটি ভাঙার জন্য রাহানে আনে♉ চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে। সেই ম্যাচেই অভিষেক হয়েছিল কুলদীপের। কুলদীপই সেই জুটি ভেঙে ওয়ার্নারকে ফেরায়। সাহসী ও চতুর হওয়ার পাশাপাশি রাহানের মা🐬থা খুব ঠান্ডা। কঠিন পরিস্থিতিতেও মেজাজ হারায় না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।