শুভব্রত মুখার্জি
🐼 টোকিও অলিম্পিক গেমসে অল্পের জন্য সোনা জিততে পারেননি তারকা ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া। অলিম্পিক্সে সোনার পদক হারানোর হতাশা🧸 কিছুটা হলেও মিটিয়ে নিলেন কমনওয়েলথ গেমসের মঞ্চে। বিপক্ষকে একেবারে বেসামাল করে করে সোনা জয় নিশ্চিত করলেন রবি দাহিয়া।
ফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষ ওয়েলসনকে ম্𓆏যাটে দাঁড়াতেই দিলেন না রবি দাহিয়া। টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ম্যাচ জিতে সোনা জয় নিশ্চিত করলেন তিনি। সঙ্গে সঙ্গে কিছুটা হলেও যেন অলিম্পিক্সে সোনা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠতে পারলেন। নিজের বিভাগে রবি দাহিয়া স্বপ্নের ফর্মে ছিলেন। এই বিভাগেই ব্রোঞ্জজয়ী পাকিস্তানের আসাদ আলিকেও টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হারিয়েছিলেন রবি। এ বার ফাইনালেও ১০-০ ফলে হ🧸ারিয়ে দিলেন নাইজেরিয়ার ওয়েলসনকে।
আরও পড়ুন: TT-🤡র ফাইনꦅালে শরথ-সাথিয়ান জুটি, পুরোপুরি ফ্লপ গত বারের তারকা মনিকা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।