গত সপ্তাহে ভুবনেশ্বরে জামশেদপুর এফসিকে ৩-০ গো🥂লে হারিয়ে সুপার কাপ জয়ের মাধ্যমে মানোলো মার্কুয়েজকে এক অনন্য বিদায় উপহার দিয়েছিল এফসি গোয়া। ম্যাচ শেষে খেলোয়াড়রা তাঁকে কাঁধে তুলে উদযাপন করেন। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ভারতীয় ফুটবল মরশুমের পর্দা নামার পাশাপাশি, ৩১ মে মানোলোর এফসি গোয়ার কোচ হিসেবে মেয়াদও আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এর মাধ্যমেই শেষ হয় তাঁর যুগপৎ কোচের দ্বৈত ভূমিকা।
২০২৪ সালেཧর জুলাইয়ে ভারতের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে মানোলো বিরলভাবে একই সঙ্গে এফসি গোয়া এবং ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচের দায়িত্ব সামলেছেন। এই দুই দায়িত্ব তিনি যথেষ্ট সফলভাবে পালন করেছেন বলে মনে করা হয়। আন্তর্জাতিক ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটি হেরেছেন এবং সম্প্রতি এফসি গোয়া🌠কে সুপার কাপের শিরোপা জয়ী করিয়েছেন।
তবে এখন মানোলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (এআইএফএফ) তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তাঁর সঙ্গে চুক্তি ৩১ মে ২০২৬ পর্যন্ত, এবং এক বছরের এক্সটেনশনের ব্যবস্থাও রয়েছে। তবুও মানোলো মার্কুয়েজের সঙ্গে এআইএফএফ-এর ভবিষ্যৎ নিয়ে দ্বিধা দেখা ꦯদিয়েছে। আগামী মাসে ভারতের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে—থাইল্যান্ডের বিরুদ্ধে একটি ফিফা ফ্রেন্ডলি এবং হংকংয়ের বি🍰রুদ্ধে একটি এশিয়ান কাপ বাছাইপর্ব। মানোলো ইতিমধ্যে সম্ভাব্য স্কোয়াডের তালিকা এআইএফএফ-কে জমা দিয়েছেন এবং এখন কলকাতায় দল গঠনের প্রস্তুতিতে ব্যস্ত।
আরও পড়ুন … সুপারবেট ক্লাসিকের শীর্ষস্থানে ৩ জ🐓নের সঙ্গে প্রজ্ঞানন্দের লড়াই! জয়ে𓂃র খোঁজে গুকেশ
যদিও তিনি এখনও গণমাধ্যমের সামনে খোলাখুলি কিছু বলেননি, তবুও তাঁর ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। হিন্দুস্তান টাইমসকে বলেন মানোলো ‘হংকং ম্যাচের আগে কিছু বলতে চাই না।’ এদিকে টাইমস অফ ইন্ডিয়া সূত্র উদ্ধৃত করে জানায়, ‘মানোলো আন্তর্জাতিক কোচিংয়ের ভূমিকায় পুরোপুরি মানিয়ে নিতে কিছুটা কঠিনতা অনুভব করছেন। হঠাৎ করে পরিকল্পনার পরিবর্তন, খেলোয়াড়দের ঘন ঘন ক্লাব কর্তব্যে ফিরে যাওয়া, ধারাবাহিকতা গড়ে তুলতে সমস্যা—সব মিলিয়ে জাতীয় দলের কাজটা তার কাছে অনেক বেশি খণ্ডিত ও অস্বস্তিকর মনে হয়েছে।’ এর মাঝেই প্রতিদিনের একটি রিপোর্টে 𒆙বলা হয়েছে, হংকং ম্যাচের পরেই ভারতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করতে পারেন মানোলো মার্কুয়েজ।
আরও পড়ুন … মুস্তাফিজুর IPL 2025-এ খেলবেন না! UAE উ🎀ড়ে গেলেন বাংলাদেশের পেসাꦿর, কী বলল BCB?
প্রথমবার তাঁর বিরক্তি প্রকাশ্যে আসে মার্চ ২৫-এ শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গোলশূন্য ড্রয়ের পর। সেই ম্যাচের পারফরম্যান্সকে তিনি বলেন ‘খুবই, খুবই বাজে।’ ভারতীয় দ꧒লের লজিস্টিকস ও সূচি নিয়ে হঠাৎ পরিবর্তনে তিনি বারবার বিরক্তি প্রকাশ করেছেন বলেও জানা গেছে।
আরও পড়ুন … এমবাপের রেকর্ড, ঘরের মাঠে পিছিয়ে গিয়েও🔜 রিয়াল মাদ্রিদের জয়! বার্সা কি 👍আজই শিরোপা জিতবে?
অন্যদিকে, মানোলো এফসি গোয়াকে ‘সংগঠনের দিক থেকে ভারতের সেরা ক্লাব’ হিসেবে♏ উল্লেখ করে বলেন, ‘একজন কোচ হিসেবে এমন একটা দলকে কোচিং করানো স্বপ্নের মতো, কারণ এখানে পরিবেশই অসাধারণ।’ গুঞ্জন রয়েছে, মানোলো ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়ে আবারও নতুন চুক্তিতে এফসি গোয়ার ক🤡োচ হতে পারেন।
সুপার কাপ জয় মানে এফসি গোয়া আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্লে-অফে খেলবে। দুই বছরের সফল মেয়াদের পর যদি তিনি থাকতে আগ্রহী হন, তাহলে ক্লাব কর্তৃপক্ষ ত𝔉াঁকে ছাড়তে চাইবে না।