জিতলে গুজরাট টাইটানসের পরে দ্বিতীয় দল হিসেবে আইপিএল ২০২২-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারত লখনউ সুপার জায়ান্টস। সেক্ষেত্রে লিগ টেবিলের প্রথম দুইে থেকে প্রথম কোয়ালিফায়ারের টিকিটও হাতে পেয়ে যেতেন লোকেশ রাহুলরা। তবে রাজস্থান রয়্যালসের কাছে হ🌺েরে সেই সুযোগ হাতছাড়া করে লখনউ।
যদিও প্লে-অফে যোগ্যতা অর্জন করা এবং প্রথম দুইয়ে 🅠থেকে লিগ শেষ করার রাস্তা এখনও খোলা রয়েছে সুপার জায়ান্টসের সামনে। তবে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে শেষ রাউন্꧟ডের ম্যাচের ফলাফলের উপরে।
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে চলতি আইপিএলের ৬৩তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে লখনউ ও রাজস্থান। ম্যাচে লখনউকে ২৪ রানে পরাজিত করে রাজস🔯্থান রয়্য🎃ালস এবং প্লে-অফের পথে এক পা বাড়িয়ে রাখে।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে রাজস্থান। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তোলে। জবাবে ব্যাট করতে ন⛎েমে লখনউ ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানে আটকে যায়।
রাজস্থানের হয়ে যশস্বী জসওয়াল ৪১, জোস বাট⛄লার ২, সঞ্জু স্যামসন ৩২, দেবদূত পাডিক্কাল ৩৯, রিয়ান পরাগ ১৯, জিমি নিশাম ১৪, রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ১০ ও ট্রেন্ট বোল্ট অপরাজিত ১৭ রান করেন। রবি বিষ্ণোই ২টি এবং আবেশ খান, জেসন হোল্ডার ও আয়ুষ বাদোনি ১টি করে উইকেট দখল করেন।
লখনউয়ের হয়ে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন দীপক হুডা। যদিও কাজে লাগেনি তাঁর একক লড়াই। হুডা ৫৯ রান করে আউট হন। ক্রুণাল পান্ডিয়া করেন ২৫ রান। লোকেশ🎃 রাহুল ১০ রান করে মাঠ ছাড়েন। 🌼ডি'কক করেন ৭ রান। খাতা খুলতে পারেননি বাদোনি। হোল্ডার ১ ও দুষ্মন্ত চামিরা ০ রানে আউট হন। স্টইনিস ২৭ রান করে মাঠ ছাড়েন। মহসিন খান ৯ রানে অপরাজিত থাকেন।
রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা ও ওবেদ ম্যাকয়। ১টি করে উইকেট দখল করেন যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ🃏্রন অশ্বিন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ১৮ রানে ২ উইকেট নেও♛য়া বোল্ট।
এই জꦿয়ের সুবাদ🌌ে ১৩ ম্যাচে রাজস্থানের পয়েন্ট দাঁড়ায় ১৬। লখনউও দাঁড়িয়ে রয়েছে ১৩ ম্যাচে ১৬ পয়েন্টে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।