৯৯-এ আটকে ছিলেন একবছর। মাইলস্টোন ছুঁলেন ঠিক ১২ মাস পরে। শাহিন আফ্রিদির জন্য সময় বোধহয় থমকে ছিল। অন্তত ভবিষ্যতে তাঁর কেরিয়ার গ্রাফে চোখ রাখবেন যাঁরা, তাঁদের এমনটা মনে হওয়াই স্বাভাবিক। কেননা, চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগে পাকিস্তানের তারকা পেসার যে মাঠে, যাদের বিরুদ্ধে শেষবার টেস্টে মাঠে নেমেছিলেন, চোট সারিয়ে নতুন করে টেস্ট অভিযান শুরু করলেন সেই একই মাঠে একই প্রতিপক্ষের বিরুদ্ধে। কাকতলীয় বিষয় হল, ২টি ম্যাচই শুরু হয় ঠিক একই তারিখে।
শাহিন আফ্রিদি ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে চোট পেয়ে খেলা থেকে সাময়িকভাবে দূরে সরে যান। সেই ম্যাচটি শুরু হয়েছিল ১৬ জুলাই তারিখে। সেই টেস্টের প্রথম ইনিংসে ৪টি উইকেট নিয়েছিলেন আফ্রিদি। সেই সুবাদে তাঁর টেস্ট উইকেটের সংখ্যা দাঁড়ায় ৯৯।
চোট সারিয়ে মাঠে ফেরা আফ্রিদি ঠিক একবছর পরে ২০২৩ সালের ১৬ জুলাই সেই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফের টেস্ট অভিযান শুরু করেন। নিজের দ্বিতীয় তথা ইনিংসের তৃতীয় ওভারে শ্রীলঙ্কার ওপেনার নিশান মদুষ্কাকে সাজঘরে ফিরিয়ে টেস্ট কেরিয়ারে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন শাহিন। অর্থাৎ নিশান হলেন শাহিনের ১০০তম টেস্ট শিকার। মাত্র ৪ রান করে উইকেটকিপার সরফরাজের দস্তানায় ধরা দিয়ে সাজঘরে ফেরেন সিংহলি ওপেনার।
আরও পড়ুন:- Asian Games Cricket: ছবির মতো সুন্দর, তবে এশিয়ান গেমসের পুচকে মাঠে রিঙ্কুদের ছক্কায় বল হারাবে বিস্তর
শাহিন আফ্রিদি ২৬টি টেস্টের ৪৩টি ইনিংসে বল করে ১০০ উইকেটের মাইলস্টোন টপকে যান। পরে তিনি আউট করেন কুশল মেন্ডিস ও শ্রীলঙ্কার ক্যাপ্টেন দিমুথ করুণারত্নেকেও। শ্রীলঙ্কার প্রথম ৪টি উইকেটের মধ্যে ৩টি উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। কুশল ১২ রান করে শাহিনের বলে আঘা সলমনের হাতে ধরা দেন। করুণারত্নে ২৯ রান করে শাহিনের বলে সরফরাজের দস্তানায় ধরা পড়েন।
আরও পড়ুন:- Lionel Messi: সিগন্যাল ভেঙে এগিয়ে গেল গাড়ি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মেসি- ভিডিয়ো