গতকাল অর্থাৎ ১ মে ৩৭ বছরে পদার্পণ করলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই বিশেষ দিনে ভক্ত, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের থেকে তিনি পেয়েছেন শুভেচ্ছাবার্তা। জন্মদিনের পরের দিন কাকে ধন্যবাদ জানিয়ে একটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী? সঙ্গে কী লিখলেন?
গতকাল অনুষ্কার জন্মদিন উপলক্ষে বহুদিন পর আবার সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ হতে দেখা যায় বিরাট কোহলিকে। দীর্ঘদিন তাঁকে দেখা যায়নি কিছু পোস্ট করতে, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও তিনি ছিলেন নীরব। তবে স্ত্রীর জন্মদিন উপলক্ষে গতকাল নীরবতা ভেঙেছিলেন বিরাট।
আরও পড়ুন: 'কন্নড় ভাষায় গান করুন...', ছাত্রের দাবি শুনে কেন হঠাৎ রেগে গেলেন সোনু নিগম?
আরও পড়ুন: ইচ্ছাকৃতভাবে খুন! ঠাকুরপুকুর কাণ্ডে ভিক্টোর বিরুদ্ধে দায়ের মামলা
অনুষ্কার জন্মদিনে আদুরে পোস্ট করে বিরাট লেখেন, ‘আমার সব থেকে ভালো বন্ধু, আমার জীবন সঙ্গী, আমার নিরাপদ আশ্রয়, আমার বেটার হাফ, আমার সবকিছু। তোমাকে প্রতিদিন আরও অনেক বেশি বেশি করে ভালোবাসি।। শুভ জন্মদিন ভালোবাসা।’
বিরাটের এই পোষ্টের পরেই এবার দেখা যায় অনুষ্কাকে পোস্ট করতে। জন্মদিনের রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। প্রিয় মানুষটির সঙ্গে কাটানো জন্মদিনের একটি মুহূর্ত শেয়ার করেন তিনি।
অনুষ্কা যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, একগুচ্ছ ফুলের মধ্যে বসে রয়েছেন অভিনেত্রী। একটি গোলাপি রঙের কুর্তি পরে হাসিমুখে ছবি তুলছেন তিনি। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জন্মদিনে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ।’ বলাই বাহুল্য তিনি এই পোস্ট তাঁদের সকলের উদ্দেশ্যে করেছেন যাঁরা তাঁকে শুভেচ্ছে জানিয়েছেন।
অনুষ্কার জন্মদিনের প্রাক্কালে পোস্ট করা এই ছবিতে আরও একবার তাঁকে ভালোবাসা জানান ভক্তরা। একের পর এক জন্মদিনের শুভেচ্ছাবার্তা আসতে থাকে কমেন্ট বক্সে। অনেকে আবার বিরাট কোহলিকে ‘কিং’ উল্লেখ করে অনুষ্কাকে ‘কুইন’ আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
আরও পড়ুন: ছবি হিট, তারই মাঝে বিরল বন্যপ্রাণীর মাংস খেয়ে আইনি বিবাকে ছায়া কদম
আরও পড়ুন: করিশ্মা-করিনার পর এবার ঋদ্ধিমা, কাপুর বাড়ির পুরনো প্রথা ভেঙে এবার বড় পর্দায় রণবীরের দিদি
প্রসঙ্গত, এই মুহূর্তে দুই সন্তানকে নিয়ে বিদেশে চুটিয়ে সংসার করছেন অনুষ্কা। বড় পর্দা থেকে তিনি আপাতত রয়েছেন দূরে। ছোটখাটো বিজ্ঞাপনে দেখা গেলেও এই মুহূর্তে সিনেমা নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন না। স্বামী এবং দুই সন্তানকে নিয়েই বেশ ভালো আছেন তিনি।