বাংলা নিউজ > ভাগ্যলিপি > Lakshmi Puja 2024: অষ্টলক্ষ্মীর কোন রূপকে পুজো করলে কী লাভ হয়? কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে দেখে নিন মাহাত্ম্য
পরবর্তী খবর
Lakshmi Puja 2024: অষ্টলক্ষ্মীর কোন রূপকে পুজো করলে কী লাভ হয়? কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে দেখে নিন মাহাত্ম্য
1 মিনিটে পড়ুন Updated: 16 Oct 2024, 09:00 AM ISTSritama Mitra
Kojagori Lakshmi Puja 2024: শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজোর শুভ দিনে দেখে নিন অষ্টলক্ষ্মীর রূপ। অষ্টলক্ষ্মীর কোন রূপের পুজোতে কী ফল লাভ হয় দেখা যাক।
অষ্টলক্ষ্মীর বিভিন্ন রূপের পুজো মাহাত্ম্য রয়েছে।
কোজাগরী লক্ষ্মীপুজোয় ধনলক্ষ্মীয় আরাধনায় মেতে ওঠে শিলিগুড়ি থেকে সুন্দরবন। কোনও কোনও বাড়িতে জোড়া ইলিশ দিয়ে পুজো হয়, আবার কোনও বাড়িতে নিরামিষ ভোগে পুজো করা হয় দেবীকে। ধর্মীয় মতে, বিশ্বাস করা হয় যে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে দেবী লক্ষ্মী মর্ত্যে পা রাখেন। আর পূর্ণিমার রাতে এই কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়। শারদ পূর্ণিমায় ওই পুজোর শুভ দিনে দেখে নিন অষ্টলক্ষ্মীর রূপ। অষ্টলক্ষ্মীর কোন রূপের পুজোতে কী ফল লাভ হয় দেখা যাক।
ধনলক্ষ্মী
ধনলক্ষ্মীর পুজোয় দেবী সন্তুষ্ট হলে নানান উৎস থেকে ঘরে অর্থাগম হয়। নানান জায়গা থেকে আসে টাকা। সংসারে আর্থিক সমস্যা থাকলে, তা কেটে যায় ধনলক্ষ্মীর পুজোয়। যাঁর বাড়িতে দেবীকৃপা থাকে তাঁর অর্থাভাব ঘটে না।
ঐশ্বর্যলক্ষ্মীর কৃপায় সমাজে মান সম্মানের প্রাচুর্যে ভরে ওঠেন ভক্ত। এই দেবীকে প্রাণ ভরে প্রণাম করলে দেবী তাঁকে সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন। মান সম্মান লাভে যাঁরা ইচ্ছুক, তাঁরা লক্ষ্মীর এই স্বরূপের কৃপা পান।
আদি লক্ষ্মী
এই রূপে দেবীর আদি রূপকে কল্পনা করে পুজো করা হয়। দেবীর চার বাহু থাকে মূর্তিতে। দেবীর এই রূপটি আধ্যাত্মিক সম্পদের সন্ধানে থাকা ভক্তকে কৃপা করে।
ধন্য লক্ষ্মী
ধান্য লক্ষ্মী (শস্য লক্ষ্মী) কৃষির দেবী। ধান্য লক্ষ্মী হল লক্ষ্মীর একটি দিক যিনি অনুগামীদের তাদের ভরণ-পোষণ এবং মঙ্গল করার জন্য সম্পদ প্রদান করেন।