শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস টলিউডের অন্যতম পাওয়ার কাপল। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের জানুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। তাঁদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে সম্প্রতি অভিনেত্রীর অনুমতি ছাড়াই তাঁর বিয়ের ছবি ব্যবহার করেছে একটি বুটিক। সেটা জানতে পেরেই কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী।
কী ঘটেছে?
বিয়ের দিন শ্বেতা ভট্টাচার্য সেজেছিলেন জনপ্রিয় ডিজাইনার এবং স্টাইলিস্ট রুদ্র সাহার ডিজাইন করা পোশাকে। রুদ্র সাহাই অভিনেত্রীর বেনারসির সঙ্গে মিলিয়ে জরির ভরাট কাজ করা ব্লাউজটা বানানোর দায়িত্ব ডেন শিলিগুড়ির এক ডিজাইনারের কাছে। তাঁদের দুজনের সেই যৌথ উদ্যোগে সেজে সকলের নজর কেড়েছিলেন শ্বেতা। তবে সম্প্রতি জানা গিয়েছে অভিনেত্রীর এই বিয়ের ছবি বিশেষ করে ব্লাউজটির ছবি তাঁর অনুমতি ছাড়াই ব্যবহার করছে একটি বুটিক। এতে অনেকেই বুঝতে পারছেন না অভিনেত্রী আদতে কার থেকে ব্লাউজ বানিয়েছেন। বা ধরে নিচ্ছেন কলকাতার এই বুটিক হয়তো সত্যিই তাঁর ব্লাউজ বানিয়েছেন। ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সব কিছুর মাঝে মার খাচ্ছেন ব্লাউজের আসল ডিজাইনার।
আরও পড়ুন: ধূমকেতু নিয়ে হইচইয়ের মাঝেই অঙ্ক কি কঠিন নিয়ে বড় সিদ্ধান্ত নির্মাতাদের! কী ঘোষণা করলেন রানা?
এই কথা জানাজানি হতেই কড়া পদক্ষেপ নিলেন শ্বেতা। এভাবে তাঁর অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করায়, একই সঙ্গে ভুয়ো তথ্য ছড়ানোয় বেজায় চটেছেন শ্বেতা। তিনি এদিন একটি পোস্টের মাধ্যমে নেটিজেনদের ভুল ভেঙে দেন। একই সঙ্গে বার্তা দেন সেই বুটিককেও। তিনি সেই বুটিকের উদ্দেশ্যে বলেন, 'আমার ছবি এভাবে আমার অনুমতি না নিয়ে ব্যবহার করা একদম ঠিক হয়নি। আগামী দিনে এমন কিছু যদি করেন তাহলে আইনি পদক্ষেপ নিতে কিন্তু বাধ্য হবো।'
আরও পড়ুন: মঞ্চের পর বর্তমানে সিনেমার পর্দা কাঁপাচ্ছেন সুজননীলের পাশে থাকা তরুণ, চিনতে পারছেন?