How to Know Personality: কারোর কথা বলার ধরণ দেখে কীভাবে জানা যায় তাঁর চরিত্রের এই গোপন দিকটি? জানুন উপায় Updated: 08 Jan 2023, 03:50 PM IST Sritama Mitra কারোর কোনও গোপন কথা জানতে হলে তাঁকে বহুদিন ধরে চিনে নিয়েও তা জানা সহজ হয় না। তবে সামুদ্রিক শাস্ত্র মতে বলা হচ্ছে, খুব সহজেই একাধিক ব্যক্তির মনের গোপন কথা জানা সম্ভব। দেখে নেওয়া যাক , শুধু কথা বলার ধরণ দেখে কীভাবে কারোর মনের কথা জানা যায়।