TST seven-a-side tournament: ভারতীয় ফুটবলার রাহুল কে.পি. এবার ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ওয়েস্ট হ্যাম দলে নাম লেখালেন! এই ঘোষণা ভারতীয় ফুটবলের জন্য বড় একটা চমক। জানানো হয়েছে যে কেরালার এই খেলোয়াড়টি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি সেভেন-আ-সাইড টুর্নামেন্টে ওয়েস্ট হ্যামের হয়ে মাঠে নামবেন। তবে এটি স্পষ্ট করে বলা দরকার, রাহুল মূল প্রিমিয়ার লিগ দলের সদস্য নন, বরং তিনি একটি বিশেষ ৭ জনের দলে অংশ নিচ্ছেন যা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড প্রতিনিধিত্ব করবে। রাহুল কেপির গায়ে উঠল ওয়েস্ট হ্যাম দলের ৭ নম্বর জার্সি।
TST 2025 কী?
TST (The Soccer Tournament) হল মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি সেভেন-আ-সাইড ফুটবল প্রতিযোগিতা। TST 2025 অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার ক্যারি শহরে। পুরুষদের বিভাগে অংশ নেবে ৪৮টি দল, আর মহিলাদের বিভাগে থাকবে ১৬টি দল।
এই দুই বিভাগেই বিজয়ীদের জন্য পুরস্কারমূল্য ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইউরোপের একাধিক বিখ্যাত ক্লাব যেমন — ওয়েস্ট হ্যাম, অ্যাটলেটিকো মাদ্রিদ, এএফসি বর্নমাউথ এবং বরুশিয়া ডর্টমুন্ড।
আরও পড়ুন … পাকিস্তানে যাবেন না বাংলাদেশের পেসার নাহিদ রানা সহ দলের তিন সদস্য! কী বলছে BCB?
ওয়েস্ট হ্যামের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় রাহুল বলেন, ‘হ্যালো, হ্যামার্স ভক্তরা, আমি রাহুল কে.পি.। এই গ্রীষ্মে TST-তে ওয়েস্ট হ্যামের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি দারুণ উত্তেজিত। দেখা হবে শীঘ্রই। কাম অন ইউ আয়রনস!’
রাহুল কে.পি. কে?
রাহুল কে.পি. হলেন একজন ২৫ বছর বয়সি ভারতীয় ফুটবলার যিনি ভারতের জাতীয় দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। তিনি কেরালার ত্রিশূর জেলার বাসিন্দা এবং বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর দল ওড়িশা এফসি-র হয়ে খেলে থাকেন।
আরও পড়ুন … কখনও ভারতীয় দলকে হালকাভাবে নেবেন না… কোহলি-রোহিত বিহীন টিম ইন্ডিয়াকেই ভয় পাচ্ছেন বেন স্টোকস!
২০২৫ সালের জানুয়ারি মাসে ওড়িশা এফসি-তে যোগ দেওয়ার আগে তিনি নিজের রাজ্যের দল কেরালা ব্লাস্টার্স-এর হয়ে পাঁচ বছরেরও বেশি সময় খেলেছেন। তিনি সেই দলের সদস্য ছিলেন যারা ২০২১-২২ ISL মরশুমে রানার-আপ হয়েছিল।
রাহুল প্রথম আলোচনায় আসেন ২০১৭ সালে, যখন তিনি ভারতের হয়ে FIFA অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেন। এটি ছিল ভারতের প্রথম বিশ্বকাপ যেকোনও বয়সভিত্তিক ফুটবলে। এরপর তিনি ২০২২ সালে ইগর স্টিমাচের কোচিংয়ে ভারতের সিনিয়র দলে অভিষেক করেন।
আরও পড়ুন … এবার ওর বিরুদ্ধে খেলতে না পারাটা দুঃখজন… টেস্টে বিরাট কোহলির অবসরের পরে বেন স্টোকসের বার্তা
ISL-এ খেলার আগে রাহুল খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজ দলের হয়ে, যা আইলিগে অংশ নিত। রাহুল কে.পি.-র এই অর্জন ভারতীয় ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই প্রথম একজন ভারতীয় ফুটবলার ইংল্যান্ডের কোনও প্রিমিয়ার লিগ ক্লাবের প্রতিনিধিত্ব করতে চলেছেন, যদিও তা একটি বিশেষ সেভেন-আ-সাইড প্রতিযোগিতা, তবু তাঁর এই কৃতিত্ব কোনও ভাবেই ছোট করা যাবে না।