বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Babul Supriyo Indranil Sen : ‘পাবলিক লাইফে থাকলে…!’ফেসবুক পোস্ট করে ইন্দ্রনীলের সঙ্গে তরজায় ইতি টানলেন বাবুল?
পরবর্তী খবর
Babul Supriyo Indranil Sen : ‘পাবলিক লাইফে থাকলে…!’ফেসবুক পোস্ট করে ইন্দ্রনীলের সঙ্গে তরজায় ইতি টানলেন বাবুল?
প্রকাশ্য দুই মন্ত্রীর মধ্যে টানাপোড়েন শুরু হয়। প্রকাশ্যেই একে অপরকে বিঁধতে শুরু করেন দুই গায়ক মন্ত্রী। এরই মধ্যে বুধবার ফেসবুকে একটি পোস্ট করছেন বাবুল। সেই পোস্টের বার্তা থেকে স্পষ্ট, দুই মন্ত্রীর দ্বন্দ্বে ইতি টানলেন বাবুল নিজেই।
ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়। সংগৃহীত ছবি
বিদেশ সফরে যাওয়ার আগে রাজ্য মন্ত্রিসভার কিছু রদবদল করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রদবদলে সবচেয়ে চর্চায় বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনের দফতর বদল। বাবুলের হাত থেকে পর্যটন দফতর নিয়ে দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। অন্যদিকে বাবুলকে দেওয়া হয়েছে অচিরাচরিত শক্তি দফতরের। তার পর থেকে প্রকাশ্য দুই মন্ত্রীর মধ্যে টানাপোড়েন শুরু হয়। প্রকাশ্যেই একে অপরকে বিঁধতে শুরু করেন দুই গায়ক মন্ত্রী। এরই মধ্যে বুধবার ফেসবুকে একটি পোস্ট করছেন বাবুল। সেই পোস্টের বার্তা থেকে স্পষ্ট, দুই মন্ত্রীর দ্বন্দ্বে ইতি টানলেন বাবুল নিজেই।
সেই ফেসবুক পোস্টে বাবুল লিখেছেন,'মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এবং ইন্দ্রনীলদা দু'জনেই নিজেদের নতুন দফতরের দায়িত্ব নতুন উদ্যমে কাজ শুরু করেছি। পাবলিক লাইফে থাকলে বিতর্কের চাপ থাকবেই। আমাদের মধ্যে যে কথা হয়েছিল, তা পিছনে ফেলে এগিয়ে যাওয়া উচিত। তথ্য ও প্রযুক্তি এবং নতুন অচিরাচরিত শক্তি - আমার এই দুটি দফতর নিয়ে আমি খুশি। নতুন দায়িত্ব পাওয়া দফতরের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সামলানো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সিলেবাসের অনেক মিল রয়েছে। আমাদের রাজ্যের নয়া পর্যটনমন্ত্রীকে শুভেচ্ছা জানাই। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।'
প্রসঙ্গত, মন্ত্রীত্ব বদলের ইঙ্গিত প্রকাশ্যে আসতেই প্রকাশ্যে আসে বাবুল-ইন্দ্রনীলের বাকযুদ্ধ। বিধানসভার করিডরেই প্রকাশ্যে সেই বাকযুদ্ধের সূত্রপাত। পরে মন্ত্রীত্ব রদবদলের পর ক্যামেরার সামনেই পরস্পরকে বিঁধতে শুরু করেন। বাবুল বলেন, 'যে টেবিলে বসলে সম্মান থাকে না। সে টেবিল ছেড়ে আমি চলে যাই।' একে কটাক্ষ করে বলেন ইন্দ্রনীল সেন বলেন,'ও বাচ্চা ছেলে। সবে দলে এসেছে। আমরা চেষ্টা করব ওকে নিজের মতো রাখতে।'