পঞ্চায়েত নির্বাচন দুয়ারে। তাই জমি শক্ত করতে মরিয়া তৃণমূল। শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করেন। তার আগে পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা নিবেদন করেন অভিষেক। পৃথক উত্তরবঙ্গ রাজ্য নিয়ে সুর সপ্তমে তোলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোচবিহারের একমাত্র বিজেপি পরিচালিত পঞ্চায়েত নিয়ে প্রশ্ন তুলে দেন অভিষেক।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ, কোচবিহারে জনসভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ নিয়ে বিজেপি বিধায়করা এখন নানা কথা বলছেন। কালিম্পংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছেন, তিনি বাংলায় থাকতে চান না। উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক। জিটিএ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। আর এবার সরাসরি এই বাংলা ভাগের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন দলের শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এখন দুয়ারে। তাই জমি শক্ত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করেন। তার আগে পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা নিবেদন করেন অভিষেক। এখানেই তিনি বলেন, ‘উত্তরবঙ্গ নাম নিয়ে আমার আপত্তি রয়েছে। কাকদ্বীপ থেকে কোচবিহার সবটাই এক। তাঁর নাম পশ্চিমবঙ্গ। আমাদের কাছে একটাই বঙ্গ নাম পশ্চিমবঙ্গ। বিজেপি এখানে বাংলা ভাগ ও বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করছে। সেটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।’