নববর্ষের দিনেই ময়দান মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন এক যুবক। এই ঘটনার জেরে শুক্রবার দুপুর ১টা নাগাদ সাময়িক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাচক্রে প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ময়দানে ব্যাহত মেট্রো পরিষেবা। পরে আংশিক পরিষেবা শুরু হয়।মেট্রো রেল সূত্রে খবর, আজ, শুক্রবার আপ লাইনের ময়দান স্টেশনে এক যুবক ঝাঁপ দেন। তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাই মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ স্টেশনের ট্রেন পরিষেবা স্থগিত রাখতে হয়। এমনকী সেন্ট্রাল স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুপুর দেড়টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। ঠিক কী ঘটেছে ময়দানে? স্থানীয় সূত্রে খবর, বাংলা নতুন বছরের প্রথম দিনে মেট্রোয় ঘটে গেল দুর্ঘটনা। আজ দুপুরে ময়দান স্টেশনে আপ মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যুবক। তবে লাইনের পাশে পড়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। তড়িঘড়ি পুলিশ ও আধিকারিকরা যুবককে উদ্ধার করেন। তারপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই যুবককে। এই যুবকের নাম, পরিচয় জানা যায়নি।কেন এই যুবক আত্মহত্যা করার চেষ্টা করলেন? নববর্ষের দিন কোথায় যাবেন বলে বেরিয়ে ছিলেন? বাড়ি কোথায়? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবেন বলে মেট্রোয় ভিড় বেড়েছে। বেসরকারি অফিস খোলা থাকায় যাত্রীদের চাপ ছিলই। সেখানে হঠাৎ যুবকের আত্মহত্যার চেষ্টায় শোরগোল পড়ে গিয়েছে।