স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মধ্যে অন্যতম হলেন কপিল শর্মা। শুধু সাধারণ মানুষ নন, বহু জনপ্রিয় তারকারাও কপিল শর্মার অন্যতম অনুষ্ঠান ‘দ্যা গ্রেট কপিল শর্মা শো’- এর ভক্ত। প্রথম ২ সিজন অসাধারণ সাফল্য অর্জন করার পর এবার আসতে চলেছে তৃতীয় সিজন।
‘দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর তরফ থেকে একটি প্রোমো মুক্তি পেয়েছে যেখানে দেখা যাচ্ছে, কপিল শর্মা তাঁর সহকর্মীদের একের পর এক ফোন করছেন। অর্চনা, কৃষ্ণা, সুনীল এবং কিকুকে একসঙ্গে কনফারেন্সে নিয়ে কপিল তাঁর বক্তব্য শুরু করেন। প্রথমেই অর্জনাকে ‘বেবি’ বলে সম্বোধন করে জিজ্ঞাসা করেন তিনি কোথায় আছেন। অর্চনা বলেন, ব্যাঙ্কে লোন নিতে এসেছি।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
এবার কপিল সকলকে জিজ্ঞাসা করেন, কেউ কিছু ইউনিক করতে পারে কিনা? অর্চনা, সুনীল, কৃষ্ণা ও কিকু নিজেদের মতো উত্তর দেয়, যা একেবারেই কপিলের পছন্দ হয় না। সবশেষে সকলের ওপর বিরক্তির ভান করে তিনি ফোন রেখে দেন, এরপরেই দর্শকদের উদ্দেশ্যে আসল চমক প্রকাশ করেন। তিনি জানান, কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ‘দ্যা কপিল শর্মা শো’, যেখানে এবার কমেডিয়ানদের পাশাপাশি সাধারণ মানুষও নিজেদের ট্যালেন্ট প্রকাশ করার সুযোগ পাবেন।
সবশেষে ঘোষণা করা হয় কপিল শর্মা শোয়ের নতুন সিজন। আগামী ২১ জুন থেকে নেটফ্লিক্স - এ নতুন সিজন দেখতে পাবেন দর্শকরা। কপিল শর্মা শোয়ের নতুন সিজন আসার খবর শুনে উচ্ছ্বসিত ভক্তরা। ইতিমধ্যেই কোন কোন সেলিব্রিটিকে ভক্তরা দেখতে চান, তারও তালিকা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছেন তাঁরা। এবার শুধু অপেক্ষার পালা।
দ্যা কপিল শর্মা শো সম্পর্কে
২০২৪ সালের ৩০ মার্চ দ্যা কপিল শর্মা শোয়ের প্রথম সিজন স্ট্রিমিং শুরু হয়েছিল। এটি ছিল নেটফ্লিক্স-এর প্রথম ভারতীয় সিরিজ, যা বিশ্বব্যাপী একমাস ধরে ট্রেন্ডিংয়ে ছিল। প্রথম সিজন শেষ হয় ২০২৪ সালের ২২ জুন। ১৩ টি পর্ব দেখানো হয়েছিল প্রথম সিজনে।
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
দ্বিতীয় সিজন সম্প্রচারিত হয়েছিল ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর থেকে। ডিসেম্বর পর্যন্ত চলেছিল দ্বিতীয় সিজন। এই দুটি সিজনেই শুধু শিল্প অথবা ক্রিকেট জগতের নয়, সমস্ত ফিল্ডের নামিদামি তারকারা এসেছিলেন কপিল শর্মার অনুষ্ঠানে। এক সময় তো মানুষ এটাও বুঝে গিয়েছিল যে নতুন কোনও সিনেমার প্রমোশন মানেই কপিল শর্মা শো। এবার নতুন রূপে, নতুন সাজে আসতে চলেছে কপিলের শোয়ের নতুন সিজন।