পুর নিয়োগ দুর্নীতিতে প্রথম চার্জশিট পেশ করে বিস্ফোরক দাবি করল ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, করোনাকালে একই দিনে দক্ষিণ দমদম পুরসভায় ২৯ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। সেই সময় পুরপ্রধান ছিলেন পাঁচু রায়। তবে ওই নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে ইডি।
আরও পড়ুন - ইনসাফ দিত ঝড়ের বেগে, পঞ্চায়েত ভোটের মনোনয়নে CPM নেতা খুনে গ্রেফতার হয় তাজমুল
পড়তে থাকুন - মানহানির মামলায় বিপুল টাকা জরিমানা করল আদালত, বিপাকে তৃণমূল সাংসদ সাকেত গোখলে
চার্জশিট পেশ করে তদন্তকারীরা জানিয়েছেন, ২০২০ সালে করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। তখন পুরপ্রধান ছিলেন তৃণমূলের পাঁচু রায়। একই দিনে ২৯ জন পুরসভায় যোগদান করেন। দেখা যাচ্ছে, যেদিন ওই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেদিনই নিয়োগপত্র পান ২৯ জন। একই দিনে চাকরিতে যোগদানও করেন সবাই। ইডির প্রশ্ন তাহলে চাকরিতে নিয়োগের আগে নিয়ম মেনে মূল্যায়ণ হল কবে?
এদিন পেশ করা চার্জশিটে পাঁচু রায় ছাড়াও অয়ন শীলের নাম উল্লেখ করেছে ইডি। তবে এই দুর্নীতিতে তার কী ভূমিকা তা এখনও স্পষ্ট নয়। ইডি জানিয়েছে এই নিয়োগের পিছনে কী আর্থিক লেনদেন রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন - চোপড়া কাণ্ডে মুখরক্ষায় মরিয়া প্রশাসন, থানার আইসিকে শো কজ, পোস্ট করে জানাল পুলিশ
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুর নিয়োগ দুর্নীতির খোঁজ পায় ইডি। জানা যায় করোনাকালে রাজ্যের অন্তত ৮০টি পুরসভায় নিয়োগে ব্যাপক বেনিয়ম হয়েছে। কোনও নিয়ম না মেনে টাকার বিনিময়ে একের পর এক নিয়োগে করা হয়েছে। এবার সেই নিয়োগ দুর্নীতিতে সরাসরি উঠে এল তৃণমূলের প্রাক্তন পুরপ্রধানের নাম। এব্যাপারে পাচু রায়ের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তৃণমূলের তরফেও কেউ মুখ খোলেননি এব্যাপারে।