ইডির ওপর হামলা ও রেশন দুর্নীতিকাণ্ডে তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনসহ তার ৩ ঘনিষ্ঠকে ফের তলব করল ইডি। বৃহস্পতি ও শুক্রবার তাদের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার তাদের তলব করল ইডি। এবার হাজিরা এড়ালে এদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পরিকল্পনা করেছেন ইডির আধিকারিকরা।
আরও পড়ুন - তৃণমূলকে ভোট না দিলে কেটে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার, হুঁশিয়ারি তৃণমূল নেতার
তদন্তে সহযোগিতার জন্য গত সপ্তাহেও শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, জামাই রানাবাবু লস্কর ও গাড়ির চালক মারুফ মিরকে তলব করেছিল ইডি। কিন্তু তাদের কেউ হাজিরা দেননি। ইডি সূত্রে খবর, চিঠি পাঠিয়ে তাদের ফের তলব করার চেষ্টা করা হলেও কেউ সেই চিঠি গ্রহণ করেননি। এর পরই স্থানীয় থানা মারফৎ চিঠি পাঠিয়ে তাদের তলব করা হয়েছে। এবারে হাজিরা না দিলে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি ছাড়াও বাজেয়াপ্ত করা হতে পারে এদের সম্পত্তি।
আরও পড়ুন - আবার কি শপথ জটিলতা? স্পিকারকে দায়িত্ব দিতে অনুরোধ করে রাজ্যপালকে চিঠি রাজ্যের
পড়তে থাকুন - ২১ জুলাই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে BJP, ২২ জুলাই CESC অভিযান