গার্ডেনরিচের আজাহার মোল্লা বাগানে ভাইরাল হওয়া বহুতল কী ভাবে তৈরি হল তা নিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা। তার জবাবে ফিরহাদ বলেন, ‘আমি কী করে জানব? আমি এখন উদ্ধারকাছে আছি। সেইটাই করব। আইন হাতে নিয়ে বসে নেই যে সব আমার কাছে আছে’।
সাংবাদিক বৈঠকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতার গার্ডেনরিচে নির্মিয়মান বেআইনি ভবন ভেঙে ১০ জনের মৃত্যুর ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে দিকে দিকে। এমনকী শাকদলের নেতাদের একাংশও পুরসভার ভূমিকা নিয়ে সরব হয়েছে। ঘটনার পর ৪ দিন কাটলেও এখনও একজনের দেহ উদ্ধার সম্ভব হয়নি। ওদিকে আদালতেও ভর্ৎসনার মুখে পড়েছে পুরসভা। চার দিক থেকে সমালোচনার পরেও গার্ডেনরিচ বিপর্যয়ের কোনও দায় নিতে নারাজ রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তিনি বলেন, ‘কী ভাবে হল আমি কী করে জানব?’
এদিন সাংবাদিকরা ফিরহাদকে প্রশ্ন করেন, ডেপুটি মেয়র অতীন ঘোষও এই বিপর্ষয়ের জন্য পুরসভাকে দায়ী করেছেন। শুনেই ফিরহাদ বলেন, ‘যে যা বলে বলুক এটা নিয়ে আমি এখন আর কিছু বলব না। এখানে দাঁড়িয়ে থেকে মানুষের পাশে সেদিন রাত্তির থেকে আমি ছিলাম। আর মানুষের পাশে থাকতে হবে। এটাই মূল কাজ’।
এর পরই গার্ডেনরিচের আজাহার মোল্লা বাগানে ভাইরাল হওয়া বহুতল কী ভাবে তৈরি হল তা নিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা। তার জবাবে ফিরহাদ বলেন, ‘আমি কী করে জানব? আমি এখন উদ্ধারকাছে আছি। সেইটাই করব। আইন হাতে নিয়ে বসে নেই যে সব আমার কাছে আছে’।