হাসিনা সরকারের পতনের পর যেন বাংলাদেশকে হিন্দুদের বধ্যভূমে পরিণত করেছে জামাতসহ সেদেশের চরমপন্থী ইসলামিক সংগঠনগুলি। সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে হিন্দুদের। এবার সেই নির্যাতনেরই এক চরম রূপ দেখা গেল বাংলাদেশে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব সোশ্যাল মিডিয়ায় একটি পেইজে প্রকাশিত এক ভিডিয়োয় দেখা যাচ্ছে। গর্ভবতী এক হিন্দু মহিলাকে রাস্তা দিয়ে ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছে উন্মত্ত জনতা।
আরও পড়ুন - ১ কিউসেক মানে কত ক্যুইন্টাল, জানেন কি?
পড়তে থাকুন - উৎসব নয়, পুজো হবে, অনুদান ফিরিয়ে জানাল আরজি করের নির্যাতিতার পাশের পাড়ার পুজো
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে দাবি করা হয়েছে, নির্যাতিতা মহিলার নাম শিখারানি রায়। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের একটি সরকারি স্কুলে সহশিক্ষিকা। গর্ভবতী শিখাদেবীকে বেশ কিছুদিন ধরে ওই স্কুলের প্রধান শিক্ষক বিলাল পদত্যাগ করতে চাপ দিচ্ছিলেন। কিন্তু কিছুতেই পদত্যাগ করতে রাজি ছিলেন না শিখাদেবী। পদত্যাগ করতে অস্বীকার করায় তিনি ওই শিক্ষিকাকে হেনস্থা করেন বলে অভিযোগ। এর পর এলাকার উন্মত্ত ইসলামিক চরমপন্থী দুষ্কৃতীরা তাঁকে ধাক্কা দিতে দিতে এলাকা থেকে বার করে দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন - কী ব্যবস্থা নিয়েছেন? বিহারের ২ ছাত্রকে ওঠবোসের ঘটনায় মমতার পুলিশকে চিঠি নীতীশদের