চির ঘুমের দেশে সংগীত শিল্পী কেকে। মন ভালো নেই সংগীত জগতের। কলকাতা থেকে চিরবিদায় প্রখ্যাত সংগীত শিল্পীর। তবে ময়না তদন্তেও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলে সূত্রের খবর। কিন্তু মঙ্গলবার রাতে নজরুল মঞ্চের পরিস্থিতি নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার কেকে-র অকাল প্রয়াণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চিকিৎসক কুণাল সরকার।
মূলত নজরুল মঞ্চের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক কুণাল সরকার। তাঁর কথায়, নজরুল মঞ্চ হচ্ছে পারফর্মারের জন্য় একটি মৃত্যুফাঁদ। সিরাজ উদ দৌল্লার ব্ল্যাক হোলের মতো হয়ে দাঁড়িয়েছে এই নজরুল মঞ্চ।
তিনি জানিয়েছেন, মঞ্চের মোট আসন সংখ্যা যত, দর্শক সংখ্যা তার ৫০ শতাংশের কম হলেও ভেন্টিলেশন, এসি দমবন্ধ লাগে। সেখানে ৩-৪ গুণ ভিড়। এসি ভালো কাজ করলেও তার কোনও এয়ার এক্সচেঞ্জ থাকবে না। তাপমাত্রার উপর কোনও নিয়ন্ত্রণ থাকবে না। হিমিউডিটি বা আর্দ্রতার নিয়ন্ত্রণ থাকবে না।
এর সঙ্গেই চিকিৎসকের প্রশ্ন, একটি সরকারি জায়গায় কোনও নজরদারি নেই? কেউ দেখতে পারছেন না যে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে? এসি বন্ধ করে দিতে হচ্ছে। শেষ এক ঘণ্টা কেকে নাকি বলতে থাকেন যে তাঁর ভালো লাগছে না। ঘাম হচ্ছে। তাঁর অভিযোগ, ওই রকম দমবন্ধকর পরিস্থিতির মধ্যে ভিড় নিয়ন্ত্রণ করতে আবার অগ্নিনির্বাপকও ছোঁড়া হয়। এককথায় ভয়াবহ অভিযোগ।