ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে খাক হল সেলিমপুরের রেলবস্তি। দমকলের চেষ্টা সত্ত্বেও এড়ানো গেল না বিপত্তি। ঘটনায় ব্যহত রেল পরিষেবা।শনিবার রাত ৮.৩০ নাগাদ আগুন লাগে সেলিমপুরের রেললাইন সংলগ্ন বস্তিতে। দমকল সূত্রে জানা গিয়েছে, রান্না করতে গিয়েই প্রথমে আগুন লাগে বস্তির একটি ঘরে। জোরালো হাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে।ঘিঞ্জি এলাকায় লেলিহান শিখার উত্তাপে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছু বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। ভয়ে বস্তি ছেড়ে রেল লাইনের উপরে এসে দাঁড়ান বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনতে সফল হন দমকলকর্মীরা। তবে ততক্ষণে বস্তির অধিকাংশ ঘরই পুড়ে ছাই হয়ে গিয়েছে।এ দিকে রেল লাইন ঘেঁষা অগ্নিকাণ্ড এবং লাইনের উপরে ভিটেছাড়া বস্তিবাসীর উপস্থিতির জেরে প্রায় দুই ঘণ্টা ব্যাহত হয় শেয়ালদা দক্ষিণ শাখার রেল চলাচল। তবে ব্যতিক্রম বজবজগামী ট্রেনগুলি। আটকে পড়েন দক্ষিণ ২৪ পরগনাগামী নিত্যযাত্রীরা।