নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। রান্নার গ্যাসের দাম এꦍকধাক্কায় ৫০ টাকা বেড়েছে। আর তার সঙ্গে বেড়ে চলেছে পেট্রপণ্যের দাম। কিন্তু বাস ভাড়া বাড়ছে না সেই অনুপাতে বলে অভিযোগ বেসরকারি বাস মালিক সংগঠনের। তাই শহরের রাস্তায় বেসরকারি বাস না নামানোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আর এটা যদি ঘটে তাহলে নিত্🐭যযাত্রীদের চরম নাকাল হতে হবে। কারণ মেট্রো সর্বত্র যায় না। যেখানে বাস যায়। অফিসযাত্রীদের যাতায়াতে বেসরকারি বাস একটা বড় লাইফলাইন। সেখানে টানা তিন দিন বেসরকারি বাস পথে না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসরকারি বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি রাখা হয়েছে। আর সেই দাবি যদি পূরণ না হয় তাহলে টানা তিনদিন বাস কলকাতার রাজপথে নামবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শহরে বেসরকারি বাসের সংখ্যা কমেছে। কারণ 🧸১৫ বছরের বেশি বাসগুলিকে বসিয়ে দিতে বলা হয়েছে। কারণ তা না হলে পরিবেশ দূষণ বাড়ছে🎃। রাজ্য সরকার বেসরকারি বাসের ভাড়া বাড়াতে নারাজ। কারণ তাহলে সাধারণ মানুষের উপর চাপ পড়বে। এই আবহে বেসরকারি বাস মালিকদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে তিনদিন বাস বন্ধের।
আরও পড়ুন: চিকেন নেক রক্ষা করতে হবে, বাংলার সীমান্ত শিলিগুড়িতে এবার বসল মিসাইল লঞ্চার
কোন দিনগুলি শহরে বাস নামবে না? বেসরকারি বাসমালিক সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী ২২, ২৩, ২৪ মে বাস পরিষেবা বন্ধ রাখবে তাঁরা। হুঁশিয়ারি দিয়ে বেসরকারি বাস মালিকরা জানান, মেয়াদ উত্তীর্ণ বাসের দু’বছরের সময়সীমা বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি, পুলিশের জুলুম–সহ পাঁচ দফা দাবি পূরণ করতে হবে। এই নিয়ে ইতিমধ্য়েই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আগামী ২০ মে তারিখের মধ্যে আবেদনে সাড়া না দিলে ২২, ২৩, ২৪ মে বাস পরিষেবা বন্ধ করবে পাঁচটি বেসরকারি বাস–মিনিবাস সংগঠনের মঞ্চ পরিবহণ বাঁচাও কমিটি।
এই পাঁচটি সংগঠন হল—পরিবহণ বাঁচাও কমিটির অন্তর্গত জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস–মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো–অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টার রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন। তাঁরা যৌথভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়, বাস–মিনিবাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ বসুদের বক্তব্য, ‘মেয়াদ উত্তীর্ণ বাসের ক্ষেত্রে ভাবতে হবে রাজ্য সরকারকে। অন্তত ২ বছর সময় বাড়াতে হবে সরকারকে। ২০১৮ সালের প🦋র থেকে ভাড়া বাড়ে🤡নি। তাই ভাড়া বাড়ানো হোক। পুলিশের ‘জুলুম’ বন্ধ করতে হবে।’