বাংলা নিউজ > হাতে গরম > মঙ্গলবার বাজারে অপরিবর্তিত রইল সোনার দাম
মঙ্গলবার অপরিবর্তিতই রইল ভারতীয় বাজারে সোনার দাম। সোমবারের মতඣো এ দিনও ২২ এবং ২৪ ক্যারাট সোনার দামে ক𓂃োনও হেরফের ঘটল না।
গতকালের মতো এ দিনও ২২ ক্✱যারাট সোনার বিক্রয়মূল্য প্রতি গ্রামে দাঁড়িয়েছে ৩,৬৯০ টাকায়। ৮ গ্রাম সোনার দাম ২৯,৫২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম এ দিন দাঁড়িয়েছে ৩৬,৯০০ টাকা। ১০০ গ্রাম 𝐆সোনার দাম আজ দাঁড়িয়েছে ৩,৬৯,০০০ টাকা।
সোমবারের ম𝐆তোই এ দিন ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৩,৭৯০ টাকা। ৮ গ্রাম এই সোনার দাম দাঁড়িয়েছে ৩০,৩২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ ৩৭,৯০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৩,৭৯,০০০ টাকা।
কলকাতার বাজারে এ দিন ২২ ক্যারাট সোনা বি🍬ক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৩৭,৩৪০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম পড়ছে ৩৮,৭৪০ টꦇাকা।
হাতে গরম খবর