ওএনজিসি-তে ৩১৩টি শূন্যপদে নিয়োগ চলছে। ফ্রেশারদের বিভিন্ন পদে ইন্টার্নশিপ দেওয়া হবে। গত ২২ সেপ্টেম্বর এই সকল শূন্যপদে আবেদনের সুযোগ মিলেছে। ভূ-বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরা গেট-২০২০-র ফলের ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর শেষ তারিখ ১২ অক্🤡টোবর। ওএনজিসির অফিশিয়াল ওয়েবসা♏ইট - www.ongcindia.com -এ গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।
জেনারেল/EWS/OBC শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা দিতে হবে। SC/ST/PwBD শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও টাকা 🦂দিতে হবে না।
অসংরক্ষিত এবং EWS বিভাগের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং AEE (ড্রিলিং এবং সিমেন্টিং) পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর। ওবিসি (নন-ক্রিমি লেয়ার) এর বয়সসীমা ৩৩ এবং AEE (ড্রিলিং এবং সিমেন্টিং) পদের জন্য ৩১ বছর। SC/ST প্রার্থীর বয়স সীমা ৩৫♍ বছর এবং AEE (ড্রিꦆলিং এবং সিমেন্টিং) এর জন্য ৩৩ বছর।
কীভাবে আবেদন জানাবেন?
১) ক্যারিয়ার ট্যাবে ক্লিক করুন
২) 'Recruitment of GTs in Engineering & Geoscience disciplines through GAꦅTE 2020 score'-লিঙ্কটি ক্লিক করুন
৩) 'নিউ অ্যাপ্লিক্যান্টে' ক্লিক করুন
৪) Gate 2020-র রেদিস্ট্রেশ🐈ন নম্বর এবং ইমেল আইডি ভরুন।
৫) ছবি ও সাইন আপলোড করুন
৬) ফি জমা করুন