এক মাস আগে বাদ দেওয়া হলেও নতুন কোচ না পাওয়া যাওয়ায় এক বছরের জন্য ফের দায়িত্বে আনা হল টি দিলীপকে। এদিকে শোনা যাচ্ছে শুভমন গিলের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে খেলা অনিশ্চিত।
এক মাস আগেই ভারতীয় দলের সাপোর্ট স্টাফে বড় রদবদল করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যাকে একটা সময়ে বরখাস্ত করা হয়েছিল, সেই টি দিলীপকেই আবার ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসাবে ফিরিয়ে আনা হয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের জন্য তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হয়েছে।
এক বছরের চুক্তিতে এলেন টি দিলীপ-
টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারকে পদক দেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত এই কোচের পরিবর্তে বিসিসিআই একজন বিদেশি ফিল্ডিং কোচ খুঁজছিল, কিন্তু পছন্দসই প্রার্থী না পাওয়ায় শেষ পর্যন্ত টি দিলীপকেই আবার তাঁর দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘ইংল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবেন টি দিলীপ। আপাতত তার চুক্তি এক বছরের জন্য।’
টিম ইন্ডিয়ার সাজঘরে ‘সেলিব্রিটি কোচ’
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দীর্ঘদিনের সদস্য টি দিলীপ শুভমন গিল ও যশস্বী জসওয়ালের মতো বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। অবসরে যাওয়া রবিচন্দ্রন অশ্বিন একবার তাঁকে ‘সেলিব্রিটি কোচ’ আখ্যা দিয়ে ভারতের স্লিপ ক্যাচিংয়ের উন্নতির জন্য তাঁকে কৃতিত্ব দিয়েছিলেন। ইংল্যান্ডের মতো পরিবেশে স্লিপে ক্যাচিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেখানে হাওয়ার কারণে বলের গতি ও দিক পরিবর্তিত হয়।
আরও পড়ুন … ভিডিয়ো: ২৭ কোটি টাকা উসুল! LSG-র জার্সি গায়ে প্রথম শতরান করে ঋষভের বিশেষ সেলিব্রেশন
এর আগেও ভারতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন টি দিলীপ-
মাইক ইয়ংয়ের অধীনে কাজ করা টি দিলীপ ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের সময় রাহুল দ্রাবিড়ের সাপোর্ট স্টাফ হিসেবে জাতীয় দলে যোগ দেন। দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পর একমাত্র তিনিই চুক্তি পান ২০২৫ সালের মার্চ পর্যন্ত।
কোন কোচিং-স্টাফদের নিয়ে ইংল্যান্ডে যাবেন গৌতম গম্ভীর
ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে হেড কোচ গৌতম গম্ভীর, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক, বোলিং কোচ মর্নে মর্কেল, সহকারী কোচ রায়ান টেন দুশখাতে এবং ফিল্ডিং কোচ টি দিলীপকে নিয়ে।
আরও পড়ুন … টস জিতে ভুল টিম লিস্ট জমা দিল RCB! একাদশে রজত পতিদারকে নেওয়া নিয়ে নাটক
ভারত ‘এ’ দলের সঙ্গে কাজ করবেন রায়ান টেন দুশখাতে
এদিকে, ভারতীয় দল ম্যানেজমেন্ট রায়ান টেন দুশখাতেকে ইংল্যান্ডে পাঠাচ্ছে ভারত ‘এ’ দলের সহকারী কোচ হিসেবে। ঋষিকেশ কনিতকরের কোচিংয়ে থাকা ভারত ‘এ’ দলের নয় জন ক্রিকেটার টেস্ট দলে থাকায় তাঁরা ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ও অভিজ্ঞতা নিতে আগেই প্রস্তুতি শুরু করবেন।
আরও পড়ুন … এই তিন ক্রিকেটারকে ছেড়ে দিল MI! IPL 2025-এর Eliminator-এ নামার আগেই মুম্বই শিবিরে বড় ধাক্কা
দ্বিতীয় ওয়ার্ম-আপে নাও খেলতে পারেন শুভমন গিল
নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল ৬ জুন নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে নাও পারেন। শুভমন গিল বর্তমানে আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক এবং তাঁর দল কোয়ালিফায়ার খেলছে। যদি দল ফাইনালে ওঠে, তাহলে ৩ জুনের ফাইনালের পর মাত্র দুই দিনের মধ্যে ইংল্যান্ড পৌঁছানো কঠিন হবে। তাই টিম ম্যানেজমেন্ট তাঁকে কিছুটা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ২০ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৬ দিনের দীর্ঘ সফরের আগে তিনি প্রস্তুত হতে পারেন।