শুভব্রত মুখার্জি:- ইতি♐মধ্যেই শুরু হয়ে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। হায়দরাবাদে প্রথম ম্যাচে টানটান লড়াইয়ের পরে ২৮ রানে জয়ী হয়েছে ইংল্যান্ড দল। ফলে সিরিজে আপাতত ১-০ ফলে এগিয়ে রয়েছে তারা। ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্য🌟াচ। এই ম্যাচে নামার আগে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড স্কোয়াড। হায়দরাবাদে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন টম হার্টলি। বাঁহাতি এই স্পিনার ভারতের দ্বিতীয় ইনিংসে একাই সাত উইকেট তুলে নিয়ে ভারতকে হারানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। ইংল্যান্ডকে টেস্ট জেতানোর পর তাঁর দাবি পিচ থেকে খুব বেশি সাহায্য ছিল না। মাথা ঠান্ডা রাখতে হয়েছে বোলিং করার সময়ে।
ম্যাচ শেষে ব্রডকাস্টারদের টম হার্টলি জানিয়েছেন, 'অনবদ্য, অবিশ্বাস্য এক জয়। এই জয়ের অনুভূতি দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবে। সত্যি বলতে আমার এখন ও বিশ্বাস হচ্ছে না। তবে আমꦫি মনে করি না এই পিচে (হায়দরাবাদে) স্পিনারদের জন্য খুব বেশি সাহায্য ছিল বলে। আমাকে বোলিং করার সময়ে𒆙 মাথা খুব ঠান্ডা রাখতে হয়েছে।'
ভারতের প্রথম ইনিংসে তাঁর বোলিং নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 'প্রথম ইনিংসে বল করাটা খুবই চাপের ছিল। আমাকে বারবার সমস্যায় পড়তে হয়েছে। আমি প্রথমদিকে বল যতটা ঘুরবে ভেবেছিলাম তার ধারেকাছেও বল ঘোরেনি। ফলে লাইন,লেন্থ বারবার বদল করে করে বোল꧟িং করতে হয়েছে। বিষয়টি নিয়ে আমারা স্টোকস, ম্যাককালাম এবং টিম ম্যানেজমেন্টের কথা হয়। আমাদের ড্রেসিংরুমে আলাদা একটা পরিবেশ রয়েছে। যা খুব সুন্দর।আমাদের ড্রেসিংরুম পরিবেশ অত্যন্ত ভালো। স্টোকস আমাকে বলেছিল পিচে বল করতে। মানে যতটা সম্ভব পিচকে ব্যবহার করা যায় তারꦛ চেষ্টা করতে বলেছিল।'
দ্বিতীয় ইনিংসে নিজের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, 'সবসময়েই রান করতে পারাটা আলাদা আত্মবিশ্বাস জোগান দেয়। ব্যাট করার ফলে আমি পিচকে আরও ভালোভাবে জানার সুযোগ পেয়꧑েছি। আমার কাছে সত্যি বিষয়টা এখন ও অবিশ্বাস্য। আমি প্রথম ইনিংসে যতটা জোরে বল করছিলাম তত জোরে বল করার প্রয়োজন নেই সেটা আমি বুঝতে পারি। জাদেজা এবং অ্যাশকে (অশ্বিনকে) বল করতে দেখে আমি এটা বুঝতে পেরেছিলাম।'