চলতি রঞ্জি ট্রফিতে মুম্বই দল নিজেদের শেষ লিগ ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে খেলবে। তবে এই ম্যাচে খেলবেন না ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা, তারকা ওপেনার যশস্বী জসওয়াল এবং মিডল-অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। জানা যাচ্ছে যে চলতি রঞ্জি ট্রফির শেষ লিগ ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে খেলবেন না মুম্বইয়ের এই তারকারা। এই ম্যাচটি ৩০ জানুয়ারি শারদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমি, বিসিকেতে শুরু হওয়ার কথা।
কী বললেন বিসিসিআই কর্তা?
অলরাউন্ডার শিবম দুবেও এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে পারবেন না বলে জানা যাচ্ছে। কারণ বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের জন্য শিবম দুবেকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসিসিআই-এর একটি নির্ভরযোগ্য সূত্র TOI-কে জানিয়েছে, ‘রোহিত, জসওয়াল ও আইয়ার সম্ভবত ১ ফেব্রুয়ারি মুম্বইয়ে বিসিসিআই-এর ‘নামান’ বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর ২ ফেব্রুয়ারি নাগপুরে ভারতের শিবিরে যোগ দেওয়ার কথা, যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি চলবে।’
জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তারকা ব্যাটাররা কেমন খেলেছিলেন-
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি নাগপুরে। দশ বছর পর প্রথমবারের মতো রঞ্জি ম্যাচ খেলতে নেমে রোহিত ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্স করেন। তিনি মাত্র ৬ ও ২৮ রান করেন। অন্যদিকে, যশস্বী ৪ ও ২৬ রান করেন। সকলকে অবাক করে দিয়ে মুম্বই বিসিকেতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরে যায়। শ্রেয়স আইয়ারও মাত্র ১১ ও ১৭ রান করেন, তবে পুরো রঞ্জি মরশুমে তিনি মুম্বইয়ের সেরা ব্যাটসম্যান ছিলেন। পাঁচ ম্যাচে ৬৮.৫৭ গড়ে ৪৮০ রান ও দুটি শতরান করে তিনি দলে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন।
আরও পড়ুন… IND vs ENG: শামি কি আদৌ খেলবেন? সূর্য আর গম্ভীরের দিকে বল ঠেললেন ব্যাটিং কোচ
কোন অঙ্কে নক-আউটে উঠতে পারবে মুম্বই-
মুম্বইয়ের এখনও নকআউটে যাওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে। তাদের অবশ্যই মেঘালয়কে হারাতে হবে, তাও বোনাস পয়েন্টসহ। পাশাপাশি, বারোদা (২৭ পয়েন্ট) যদি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে নিজেদের হোম ম্যাচে পরাজিত হয় বা প্রথম ইনিংসে লিড হারায়, তাহলে মুম্বই কোয়ার্টার ফাইনালে যেতে পারে।
আরও পড়ুন… Ranji Trophy 2024-25: রেলওয়েজের বিরুদ্ধে দিল্লি দলে নেই পন্ত! বাদোনির নেতৃত্বে খেলবেন কোহলি
কারা মুম্বই দলে সুযোগ পেতে পারেন-
এত ভারতীয় তারকা অনুপস্থিত থাকার কারণে ইন-ফর্ম ওপেনার আয়ুষ মহাত্রে (৫ ম্যাচে ৪০৮ রান, গড় ৪৫.৩৩, দুটি শতরান), যিনি শেষ ম্যাচে খেলেননি, এবং অলরাউন্ডার সুর্যাংশ শেডগে একাদশে ফিরতে পারেন। রবিবার শেডগে মুম্বই অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বিহারের বিপক্ষে সিকে নাইডু ট্রফি-তে ৭১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন, আর মহাত্রে ৩৪ বলে ফিফটি করেছেন। প্রাগ্নেশ কানপিল্লেওয়ারও (১৭৭ অপরাজিত, ১৯৫ বলে, ১৬টি চার ও ৪টি ছয়) দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সেই ম্যাচে।