সোমবার বর্ধমান দু'নম্বর ব্লক অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান সিপিএমের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। অভিযোগ, তাঁদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিয়েছেন তৃণমূলের কয়েকজন। তারপরই দুই পক্ষের তরফে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। ব্লক অফিসের সামনেই পরিস্থিতি ধীরে ধীরে গরম হয়।