প্রতিদিনই আলাদা আলাদা ইস্যু নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে তাঁর কটাক্ষ, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে কংগ্রেস ডঃ ভীমরাও আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে। শুধু তাই নয়, কংগ্রেসকে ‘ওবিসিদের সবচেয়ে বড় শত্রু’ বলে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশের সাগর জেলায় নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই তিনি কংগ্রেসকে আক্রমণ করেন।
আরও পড়ুন: ‘দুর্নীতি আড়াল করার জন্য কংগ্রেস মাওবাদী হিংসাকে প্রশ্রয় দিয়েছে, অভিযোগ মোদীর
এদিন জনসভায় বক্তৃতা দেওয়ার সময় নরেন্দ্র মোদী বলেন, ‘কংগ্রেসের একটি এমন সত্যি দেশের সামনে এসেছে যা শুনে প্রত্যেক দেশবাসী অবাক হয়ে গিয়েছে। আমাদের সংবিধান স্পষ্টভাবে বলেছে যে ধর্মের ভিত্তিতে কাউকে সংরক্ষণ করা হবে না। বাবাসাহেব আম্বেদকরও এই সংরক্ষণের বিরুদ্ধে ছিলেন। কিন্তু, কংগ্রেস বহু বছর আগে থেকেই ধর্মের ভিত্তিতে সংরক্ষণের মতো ভয়ানক সংকল্প নিয়েছিল। তারা এই সংকল্প পূরণ করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। দেশবাসীর চোখে ধুলো দিয়ে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে কংগ্রেস।’
এর উদাহরণ টেনে মোদী বলেন, ‘২০০৪ সালে অন্ধ্রপ্রদেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়েছিল কংগ্রেস। এটা করে বাবাসাহেব আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে কংগ্রেস। সংবিধানের পিঠে ছুড়ে মেরেছে।’ এমনকী ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ইস্তেহারেও কংগ্রেস ধর্মের ভিত্তিতে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি করেছেন মোদী। প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেসের পরিকল্পনা ছিল এসসি, এসটি, ওবিসির কোটা ১৫ শতাংশ কেটে দেওয়া। তারপরে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করা।