রাত পোহালেই লোকসভা ভোটের ফলাফল। গোটা দেশ তাকিয়ে আছে এই ফলাফলের দিকে। এদিকে একাধিক এক্সিট পোলের হিসাবে কার্যত বিরাট গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ইতিমধ্য়েই একাধিকবার এনিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন।
দেবাংশু ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আসন ভিত্তিক এক্সিসের হিসাব দেখে আমি আমাদের ফলাফল নিয়ে অনেকটাই নিশ্চিত। দেবাংশু লিখেছেন, দক্ষিণ কলকাতা বিজেপি? যাদবপুর বিজেপি? উলুবেড়িয়া বিজেপি? হা হা হা হা হা হাহা শুভেন্দু অধিকারীও এই হিসেবটা বিশ্বাস করবেন না।’
এরপর তিনি ইন্ডিয়া টুডে-এক্সিস-মাই ইন্ডিয়ার এক্সিট পোলের একটা হিসাব তুলে ধরেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে বাংলায় মোট আসন সংখ্য়া ৪২টি। এখানে তৃণমূল পেতে পারে ১১-১৪টি আসন। বিজেপি পেতে পারে ২৬-৩১টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ০-২টি আসন। অন্যান্যরা একটা আসনও পাবে না।
এদিকে দেবাংশু এই টুইট করার পরেই নানা ধরনের মন্তব্য করা হচ্ছে সোশ্য়াল মিডিয়ায়। এক নেট নাগরিক লিখেছেন, যদি বিজেপি একটি আসনও তৃণমূলের থেকে বেশি পায় তবে তৃণমূলের শেষের শুরু হয়ে গেল। বিজেপি ২০২৬ সালে ক্ষমতায় আসবে। ২০১১ সাল থেকে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ। আমি নিশ্চিত যে বিজেপি ২২টি আসন অন্তত পাবে।
অপর এক নেট নাগরিক লিখেছেন, আমার মনে হয় কলকাতা উত্তর আর হুগলি যাবে বিজেপির দখলে। বাকিগুলো তৃণমূলেরই থাকবে।
অপর একজন লিখেছেন, নিজেরটা বলো। তুমি তো গো হারা আর যেগুলো জিতবে সেটা তো জানি ভোট লুঠ করেছ। ….
তবে এর আগেও পোস্ট করেছিলেন দেবাংশু। সেখানে তিনি লিখেছেন আমার হিসাবে তৃণমূল পাবে ২৫-২৭টা আসন। ভোট পাবে ৪৪-৪৬ শতাংশ। বিজেপি পাবে ১৪-১৬টি আসন। ভোট পাবে ৪০-৪২ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ০০-০১টি আসন। তাদের ভোট শতাংশ হতে পারে ০৯-১১ শতাংশ। অন্যান্যরা একটি আসনও পাবে না। তাদের ভোট শতাংশ হতে পারে ০৩-০৫ শতাংশ।
এর আগে তিনি পোস্ট করে লিখেছিলেন, এক্সিট পোলের নম্বর নিয়ে উদযাপন না করে বিজেপি এখন ডিফেনসিভ মুডে রয়েছে। ৪ তারিখে যে হারবে সেটা নিশ্চিত। ৪ঠা জুন আসন এক্সিট পোল আসবে। সেদিনই এই বাংলা বিরোধী বিজেপিকে প্রস্থানের পথ দেখাবে জনতা।
তবে শেষ পর্যন্ত কী হবে সেটা জানার জন্য় কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।