কিছুদিন আগেই বেঙ্গালুরুতে পারফর্ম করে এলেন অরিজিৎ সিং। এদিন তাঁর সেই কনসার্ট থেকেই একটি ভিডিয়ো ভাইরাল হল। সেখানেই দেখা গেল গায়ককে উদ্দেশ্য করে শ্রোতারা নানা জিনিস ছুঁড়ছেন। বাদ গেল না হুডি! তারপর কী ঘটলไ?
অরিজিৎ সিংয়ের কনসার্ট
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখ⛦ানে দেখা যাচ্ছে গায়ক মঞ্চে দাঁড়িয়ে পারফর্ম করছেন। তাঁর হাতে গিটার ধরা। এমন সময়ই তাঁকে তাক করে এক ব্যক্তি নিজের হুডি ছুঁড়ে মারেন। আর সেটা গিয়ে সোজা অরিজিতের মুখ এবং কাঁধে পড়ে। ভক্তের এমন আচরণ পেয়েও মোটেই চটে যাননি তিনি। উল্টে গায়ক সেটা তুলে নিয়ে মঞ্চের সাইডে রাখেন। এরপর আরও একাধিক ভক্তকে তাঁর দিকে নানা🍃 জিনিস ছুঁড়তে দেখা যায়।
একজন তো হাতে আঁকা একটা ছবি দেন তাঁকে। সেই ব্যক্তির সঙ্গে ইশারায় কথা বলে সেটাও মঞ্চের সাইডে রাখেন। এই ভিডিয়ো ভাইরাল হতেই একদিকে যেমন অরিজিৎ সিংয়ের আচর𒐪ণে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা, তেমনই অনেকেই বিরক্ত হয়েছে শ্রোতাদের কাণ্ড দেখে।
কে কী বলছেন?
একজন𒐪 লেখেন, 'এই পাগলগুলো এভাবে জিনিস ছুঁড়ছে কেন ওর দিকে?' কেউ আবার লেখেন, 'এরা কাউকে সম্মান করতে জানে না। একজন মানুষ গান গাইছেন আর তাঁর দিকে সবাই কেমন ভাবে জিনিস ছুঁড়ছে!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অরিজিৎ হয়তো কন্নড় ভাষায় কথা বলছিল না তাই এরম পাগলের মতো করছিল!' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এটা যদি ভারতের সবথেকে শিক্ষিত রাজ্যের নমুনা হয় কিছু বলার নেই।'
আরও পড়ুন : জন্মশতবর্ষে গানে গানে মহম্মদ রফিকে শ্রদ্ধার🃏্ঘ্য সোনু নিগমের! বললেন, 'ওঁর সঙ্গে আমার ভক্তের সম্পর্ক🐎'
আরও পড়ুন: কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড্রাইভার! 'বন্ধু' মনোজের মৃত্যুর কথা 𒀰বলতে গিয়েই ভেঙে পড়লেন বরুণ