গৌরবের কথায়, ‘ভাইয়ের মেয়ে আমার ছেলেকে নিয়ে খুব খুশি। ওরা ভাইবোন একসঙ্গে সময় কাটাচ্ছে। সেটা যে কতটা ভালোলাগা ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের পরিবার এখন সম্পূর্ণ’।
মেয়ের সঙ্গে অর্জুন, ছেলেকে নিয়ে গৌরব-ঋদ্ধিমা
'চক্রবর্তী' পরিবারে এসেছে নতুন সদস্য। আপাতত তাই তাঁকে নিয়েই সময় কাটছে গৌরব-ঋদ্ধিমার। বাবা-মা হয়েছেন তাঁরা। সোশ্যাল মিডির হাত ধরে সন্তানের সঙ্গে সকলের আলাপও করিয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। তবে তাতে ছোট্ট সদস্যর মুখ দেখা যায়নি। তবে বাবা হওয়ার পর কেমন সময় কাটছে তাঁদের? এবার সেটা নিয়েই মুখ খুললেন গৌরব।
আনন্দবাজারকে গৌরব জানিয়েছেন, সত্যিই তাঁদের সুন্দর সময় কাটছে। অনেকেই তাঁদের সতর্ক করে দিয়ে বলেছিলেন রাতের ঘুম উড়ে যাবে। তবে সত্যিই সুন্দর সময় কাটছে। ঈশ্বরের আশীর্বাদে। গৌরব জানান, ধীরের (সন্তানের নাম) দাদু -ঠাকুমারাও (সব্যসাচী ও মিঠু চক্রবর্তী) তাঁকে প্রায়ই দেখতে আসছে। পুজোর সময় বাড়ির সকলে একসঙ্গেই সময় কাটিয়েছেন।
তবে গৌরব জানিয়েছেন তাঁদের ছেলে ধীরকে নিয়ে সবথেকে বেশি উচ্ছ্বসিত তাঁর ভাইঝি অবন্তিকা (অর্জুন চক্রবর্তীর মেয়ে)। গৌরবের কথায়, ‘ভাইয়ের মেয়ে আমার ছেলেকে নিয়ে খুব খুশি। ওরা ভাইবোন একসঙ্গে সময় কাটাচ্ছে। সেটা যে কতটা ভালোলাগা ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের পরিবার এখন সম্পূর্ণ’।