নাগ অশ্বিনের ম্যাগনাম অপাস কল্কি ২৮৯৮ এডি-তে কাজের জন্য প্রশংসা পাচ্ছেন অমিতাভ বচ্চন। এই সিনেমায় আরও রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, দিশা পাটানিরা। এরই মাঝে, জলসার বাইরে জড়ো হওয়া ভক্তদের মুখে রবিবার হাসি ফোটালেন বিগ বি।
প্রতি রবিবারই জলসার বাইরে অগুণিত ভক্তের জমায়েত হয়। জনপ্রিয় পাপারাজ্জো হ্যান্ডেল ভুমপ্লা দ্বারা শেয়ার করা একটি ভিডিয়োতে, অমিতাভ বচ্চনকে ভক্তদের এদিন উপহার দিতে দেখা যায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একের পর এক উপহার দিতে ছুঁড়ে দিচ্ছেন জলসার বাইরে জড়ো হওয়া মানুষগুলোর দিকে। একটি কালো কুর্তা এবং পাজামা সেট পরেছিলেন শহেনশাহ এই দিন, সঙ্গে লাল জ্যাকেট। ক্লিপটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়ো-
তবে অনেকেই এভাবে উপহার ছোঁড়া নিয়ে সমালোচনা করেছেন অমিতাভের। একজন লিখেছেন, ‘এভাবে ছুঁড়ে দেওয়া খুব অমার্জিত আচরণ। কেউ ওঁর দান চাননি।’ দ্বিতীয়জন লেখেন, ‘আমার তো খুব খারাপই লাগল। জানি না এটাকে কেউ সমর্থন করবে কি না’। তৃতীয়জন লেখেন, ‘এই জন্য তারকাদের মাথায় ওঠাতে নেই। তারা আপনাদেরই অপমান করবে। ’
আরও পড়ুন: ‘আমারটাও কত দূরে…’! বিজয়ায় আত্মঘাতী ছেলের মা হয়েছেন, মেয়ে অন্বেষাকে মিস করছেন স্বস্তিকা
এদিকে, অমিতাভ বচ্চন সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কল্কি ২৮৯৮এডি-র সাফল্য নিয়ে কৃতজ্ঞতা ভরা একটি নোট শেয়ার করে নিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘টি ৫৬০২ - কল্কি-র ম্যাজিক ভিতরে এবং বাইরেও .. এবং এর জন্য আমার কৃতজ্ঞতা।’ তিনি পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভরে যায় মন্তব্যে। একজন লেখেন, ‘স্যার আপনার মতো আর কেউ নেই…এক এবং একমাত্র’। আরেকজন লিখেছেন, ‘অশ্বথামাকে আপনার চেয়ে ভালোভাবে আর কেউ ফুটিয়ে তুলতে পারত না।’
আরও পড়ুন: ১১ লাফে ৫০০ পার! ভারতে দুর্দান্ত ফল প্রভাস-দীপিকার কল্কি-র, রবিবারের আয় কত?
অশ্বথামা হিসেবে অমিতাভের লুক ছিল দুর্দান্ত। সাদা চুল-দাঁড়ি, চোখের নীচে গাঢ় কাজল আর কপালে হলুদ টিপ। প্রস্থেটিক মেক আপের সাহায্যে অমিতাভ থেকে অশ্বত্থমা হয়ে উঠেছিলেন বিগ বি। প্রতিদিন সেটে তিন থেকে চার ঘণ্টা মেক আপ করতে হত অমিতাভকে। ৮১ বছর বয়সী একজনের জন্য যা খুব একটা সহজ নয়। তাই সব বিতর্ককে পিছনে ফেলে অশ্বত্থমার চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সের তাই প্রশংসা করতেই হয়।
আরও পড়ুন: 'ভুল ভুলাইয়া ৩'-এর শ্যুটিংয়ের ফাঁকে যা করলেন কার্তিক! ভাইরাল ছবি
ইতিমধ্যেই এই সিনেমা ভারতে ৫০০ কোটি ব্যবসা করে ফেলেছে। আর বিশ্ববাজারে আয়ের অঙ্ক ছাড়িয়েছে ৭০০ কোটির ঘর।