বাংলা নিউজ > বায়োস্কোপ > Anushka-Virat Second Baby: ভূমিষ্ঠ হল বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান, ছোট্ট ভামিকার ভাই হল না বোন?
পরবর্তী খবর
Anushka-Virat Second Baby: ভূমিষ্ঠ হল বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান, ছোট্ট ভামিকার ভাই হল না বোন?
1 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2024, 08:58 PM ISTSubhasmita Kanji
Anushka-Virat Second Baby: অনুষ্কা শর্মা দ্বিতীয়বার মা হলেন। ১৫ ফেব্রুয়ারি সংসারে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। ভামিকার ভাইয়ের নাম কী রাখলেন বিরাট-অনুষ্কা?
ভূমিষ্ঠ হল বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হল। ভালোবাসার মাসেই কোল আলো করে এল তাঁদের একরত্তি। এদিন অনুষ্কা শর্মা নিজেই সেই খুশির খবর ভাগ করে নিলেন। মেয়ের পর এবার ছেলে হল বিরুষ্কার। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছে তার।
বিগত বেশ কয়েক মাস মূলত বিশ্বকাপের সময় থেকেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে অনুষ্কা সন্তানসম্ভবা। তবে এই বিষয়ে তাঁরা দুজনেই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। তবে এদিন, ২০ ফেব্রুয়ারি একটি পোস্ট করে অভিনেত্রী জানান তাঁদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে।
অনুষ্কা এবং বিরাটের ছেলের নাম তাঁরা রেখেছেন অকায়। ভামিকার ভাই ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছে। এদিন অনুষ্কা তাঁর পোস্টে এই খুশির খবর ভাগ করে লেখেন, 'ভীষণ আনন্দ এবং খুশির সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে। মন ভরা খুশি নিয়ে জানাচ্ছি ভামিকার ভাই হয়েছে, নাম অকায়।' তিনি এদিন আরও লেখেন, 'আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের জীবনের এই দুর্দান্ত সময়ের জন্য। একই সঙ্গে চাইব আপনারা যেন আমাদের এই ব্যক্তিগত সময়টা সঠিক ভাবে উপভোগ করতে দেন। প্রাইভেসি বজায় রাখতে দেন। ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্বীকারে বিরাট এবং অনুষ্কা।'