শাহরুখ খানের হিউমার সেন্স নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সোশ্যাল মিডিয়ায় আস্ক মি সেশন হোক বা কোনও অ্যাওয়ার্ড সেরিমনি, সেখানে মাঝে মধ্যেই শাহরুখের এই মজার রূপ প্রকাশ পায়। আর সিনেমায় তাঁর কমিক টাইমিংয়ে তো মুগ্ধ সকলেই! কিন্তু জানেন কি বাড়িতেও তাঁর একই অবস্থা! কী জানালেন কিং খান?
কী ঘটেছে?
শাহরুখ খান ২০২৫ সালের ওয়েভস সামিটের প্রথম দিন একটি আলোচনায় যোগ দিয়েছিলেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ছিলেন করণ জোহরও। সেখানেই শাহরুখ খান কথা বলেন তাঁর সঙ্গে তাঁর সন্তানদের রসায়ন নিয়ে। জানান বাড়িতে তাঁর কথা, বকাকে তাঁর সন্তানরা বিশেষ পাত্তা দেন না। বরং মজা করে উড়িয়ে দেন।
এদিন কথা প্রসঙ্গে কিং খান বলেন, অনেকের ভুল ধারণা থাকে যে সাফল্যের শিখরে পৌঁছে গেলে, সবাইকে ছাপিয়ে অনেকটা এগিয়ে গেলে একা হয়ে যেতে হয়। বরং শাহরুখের মতে এটার উল্টোটা হয় যদি বাড়িতে আরিয়ান, সুহানা বা আব্রামের মতো সন্তানরা থাকেন। বলিউডের বেতাজ বাদশার কথায়, ' জানেন আমায় জিজ্ঞেস করা হয় শীর্ষে পৌঁছে একা লাগে কিনা, আমি এখানে সবাইকে বলতে চাই যাঁরা অল্প বয়সী এবং বাচ্চা আছে, এমনকি আমার বয়সীও যাঁরা তাঁদের কখনও একা লাগতেই পারে না যদি আপনি জানেন কী করে আপনার সন্তানদের হাসাতে হয়। আর যাঁদের সন্তান নেই, তাঁরা তাঁদের বাবা মাকে হাসান। আপনার একা লাগবে না।'
তিনি এদিন আরও জানান, তিনি বাড়িতে সন্তানদের অনুশাসনে রাখতে চাইলে, বকাঝকা করলে কেউ তাঁকে পাত্তা দেন না। শাহরুখের কথায়, ' আমি এতটাই মজার আমার সন্তানদের কাছে যে আমি যখন ওদের বকার চেষ্টা করি বা অনুশাসন শেখানোর চেষ্টা করি, এমনকি ওম শান্তি ওমের সেটে দীপিকাকেও বকা দিয়েছি। তো ওদের যখন আমি বলি যে শোনো রাত ১০ টার মধ্যে শুয়ে পড়বে বা কিছু ওরা কী করেন জানেন? বলে, ওমা তাই নাকি SRK? তো আমি নিজেই নিজের বাড়িতে মজার পাত্র।' তাঁর কথা শুনে হেসে ফেলেন দীপিকাও।
আরও পড়ুন: 'কিছু সম্পর্ক ভাষায় ব্যাখ্যা করা যায় না', বিয়ের ৩ দিন পার, অভিষেককে নিয়ে কী লিখলেন শার্লি?
প্রসঙ্গত শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছে ২০২৩ সালে। আগামীতে কিং খানকে দেখা যাবে কিং ছবিতে। শোনা যাচ্ছে সেখানে শাহরুখের সঙ্গে থাকবেন দীপিকাও।