'বিগ বসের বাড়িতে যা কিছু নেতিবাচক সব পূজার জন্য। ওই যত নষ্টের গোড়া। সবার আগে ওকে সরানো উচিত। নিজের জীবনে এতটা এগিয়ে যাওয়ার পরও কথায় কথায় বাবা মহেশ ভাটের নাম নেন পূজা। বারবার একটাই কথা বলেন, আমি মহেশ ভাটের মেয়ে! আরে, আপনি নিজেই তো পূজা ভাট, প্রতিষ্ঠিত অভিনেত্রী, তাহলে বারবার বাবার ট্যাগ লাগে কেন!'
আলিয়া সিদ্দিকি-পূজা ভাট
সাম্প্রতিক সময়ে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে দাম্পত্য কলহের জন্য চর্চাতেই ছিলেন। তারই মাঝে বিগ বস ওটিটি ২-তে প্রতিযোগী হিসাবে হাজির হয়েছিলেন আলিয়া সিদ্দিকি। তবে গত সপ্তাহেই শো ছেড়ে বের হয়ে যেতে হয় তাঁকে। আর বিগ বস থেকে বাদ পড়ার দায় আলিয়া চাপিয়েছেন পূজা ভাটের ঘাড়ে। আলিয়ার অভিযোগ, তাঁর বিরুদ্ধে নেতিবাচক কথা ছড়িয়েছেন পূজা। শুধু তাই নয়, সলমনকেও পক্ষপাত দুষ্ট বলেছেন তিনি।
সম্প্রতি ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া সিদ্দিকি বলেন, ‘আমাকে বিগ বস থেকে বাদ দেওয়ার জন্য আসল খেলাটা খেলেছেন পূজা (ভাট)। পূজা ভাট আর ওর দল ভীষণই নেতিবাচক। উনি জীবনে এতকিছু অর্জন করেছেন, তারপরেও উনি খুবই তেতো। উনি বারবার আমায় আক্রমণ করে বলতেন আমি আমার জীবনের একটা অংশ লুকিয়ে রাখতে চাইছি। আমি আসলে একটু চাপা স্বভাবের, প্রাণ খুলে মিশতে পারি না। ওদের মতো ঝগড়া করতেও পারি না। আমি জানি না আমার সঙ্গে ওঁর কীসের শত্রুতা। আমি চাইলে ওঁর বিরুদ্ধে কথা বলতেই পারতাম। বিগ বসের বাড়িতে যা কিছু নেতিবাচক সব পূজার জন্য। ওই যত নষ্টের গোড়া। সবার আগে ওকে সরানো উচিত। নিজের জীবনে এতটা এগিয়ে যাওয়ার পরও কথায় কথায় বাবা মহেশ ভাটের নাম নেন পূজা। বারবার একটাই কথা বলেন, আমি মহেশ ভাটের মেয়ে! আরে, আপনি নিজেই তো পূজা ভাট, প্রতিষ্ঠিত অভিনেত্রী, তাহলে বারবার বাবার ট্যাগ লাগে কেন!'
আলিয়া আরও বলেন, 'যদিও আমিও কখনও বেচারি টাইপ ছিলাম না, তাহলে হয়ত বিগ বসেও আসতাম না। আমায় বিগ বসে আনা হয়েছিল যাতে আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি। যদি আমি বেচারি টাইপের হতাম, তাহলে স্বামীর বিরুদ্ধে মামলা করেই অনেক টাকা পেতে পারতাম।’ আলিয়া আরও বলেন, তাঁর দুবাইতে বাড়ি আছে, বিলাসবহুল গাড়িতে তিনি ঘুরে বেড়ান। তবে আলিয়ার কথায় তিনি নওয়াজের কাজ থেকে বাড়িটা চেয়েছেন, কারণ ওটা পাওয়া তাঁর মৌলিক অধিকার।
এদিকে শুধু পূজাই নন, সলমন খানকেও পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ করেছেন আলিয়া সিদ্দিকি। ‘ওখনে আসলে একজন তারকা অপর তারকার পক্ষ নিচ্ছেন। একজন নিজের ক্ষমতা অপরের বিরুদ্ধে ব্যবহার করছেন। আমি এটা বলতে ভয় পাচ্ছি না, কারণ আমি ভুল বলছি না। ওখানে সকলেই নিজের জীবনের, অতীতের কথা বলেছেন। ফলক নাজও তাঁর ভাইয়ের জেলে থাকার সময়ের কথা বলেছেন।’