শুক্রবার বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে নাইট আউট ছিল দীপিকা পাড়ুকোন ও তাঁর গার্ল গ্যাংয়ের। এক ভক্তের তোলা ভিডিয়োতে দেখা যায়, মঞ্চে থাকা দিলজিত গাইছেন সিয়া হাস হাস, আর তার সঙ্গে নাচছেন দুয়ার মা। সন্তান প্রসবের পর এটিই তার প্রথমবার জনসমক্ষে আসা।
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে দীপিকা পাড়ুকোন
দিলজিতের টিম তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "@diljitdosanjh X @deepikapadukone #Bangalore। ভিডিয়োটি গায়কের লাভার গানে সেট করা হয়েছে এবং বন্ধুদের সঙ্গে কনসার্টে অংশ নিতে আসা দীপিকাকে পাওয়া যায় সম্পূর্ণ মস্তি মুডে। সাদা টপ ও জিন্স পরে এসেছিলেন দীপিকা। তাঁকে দিলজিতের গানে ভাঙ্গড়া করতেও দেখা গেল।
আরও পড়ুন: পরিণীতির থেকে বেশি লজ্জা পেলেন রাঘব! বউকে নিয়ে আপ কি আদালতে গান গাইলেন সাংসদ
কনসার্টে দীপিকাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘দীপিকা কি বেঙ্গালুরুতে’। আরেকজন মন্তব্য করেছেন, ‘এর মানে বাবা ডিউটিতে রণবীর, দুয়াকে সামলাচ্ছে সে’। আরেকজন লেখেন, ‘ওএমজি ওএমজি ওএমজি’। তৃতীয়জনের মন্তব্য, ‘একটা সিনেমা চাই আমি দীপিকা আর দিলজিতের’।
আরও পড়ুন: ‘পরকীয়া’-চর্চা, অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর ডিভোর্সের ফিসফাস উড়ে গেল এই ১টা ছবিতে, বিশেষ কী আছে এতে?