বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev on Religion-Education: 'ধর্ম চাকরি দেয় না কিন্তু!' নাম না করে কি বাঘা যতীনের প্রচারে বিজেপিকে খোঁচা দেবের?
পরবর্তী খবর
Dev on Religion-Education: 'ধর্ম চাকরি দেয় না কিন্তু!' নাম না করে কি বাঘা যতীনের প্রচারে বিজেপিকে খোঁচা দেবের?
1 মিনিটে পড়ুন Updated: 15 Oct 2023, 02:40 PM ISTSubhasmita Kanji
Dev on Religion-Education: শিক্ষার প্রচার চাই, সকলকে শিক্ষিত হতে হবে এটাই বললেন দেব। স্পষ্ট ভাষায় জানালেন আমাদের দেশ সব ধর্মকে নিয়ে, কিন্তু সেই ধর্ম কাউকে চাকরি দেয় না। সেটার জন্য চাই শিক্ষা।
নাম না করে কি বাঘা যতীনের প্রচারে বিজেপিকে খোঁচা দেবের?
বাঘা যতীন চেয়েছিলেন স্বাধীন ভারত দেখে যেতে। আর নিজের সেই স্বপ্নপূরণ করতে, দেশ মাতৃকাকে পরাধীনতার কবল থেকে মুক্ত করতে নিজের প্রাণটুকু দিতেও পিছপা হননি। না, তিনি স্বাধীন ভারত দেখে যেতে পারেননি। তবে স্বাধীন ভারতকে বাঘা যতীনের গল্প দেখাতে ছবি নিয়ে আসছেন দেব। আর সেই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৯ অক্টোবর। পঞ্চমীর দিন রক্তবীজ, দশম অবতার, জঙ্গলে মিতিন মাসী ছবি তিনটির সঙ্গে মুক্তি পাচ্ছে বাঘা যতীন। এই ছবিতে নাম ভূমিকায় ধরা দেবেন দেব। তার আগে জানালেন তিনি যদি সত্যিকারের বাঘা যতীন হতেন তাহলে দেশের কোনটা বদলাতেন।
বাঘা যতীন ছবির প্রচারে দেব
ছবি মুক্তির আগে দারুণ ভাবে প্রচার চালাচ্ছেন দেব। তেমনই একটি সাক্ষাৎকারে বাঘা যতীন প্রসঙ্গে কথা বলার সময় তাঁকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি যদি সত্যিকারের বাঘা যতীন হতেন তাহলে দেশের কোনটা বদলাতেন? উত্তরে অভিনেতা বলেন, 'শিক্ষা। দেশের প্রতিটা মানুষ যদি শিক্ষিত হন তাহলে দেশের ভাষাটাই অন্য হয়ে যাবে। মানুষ, নেতা, অন্যান্য সবাই বদলে যাবেন। আমরা নেতাদের দোষ দিই, কিন্তু যদি সকলে প্রকৃত শিক্ষিত হন তাহলে মানুষ মানুষকে বোকা বানাতে পারবেন না।'
দেব এদিন ধর্ম নিয়েও কথা বলেন। পর্দার বাঘা যতীনের কথায়, 'ধর্ম আমাদের চাকরি দেয় না কিন্তু। আমাদের দেশটাই তো সমস্ত ধর্মকে নিয়ে। সবাইকে নিয়ে। সব মানুষ, মন্দির, মসজিদ, গির্জা সব কিছু নিয়েই আমাদের দেশ। আজকে কেন সেটা আমাদের চোখে পড়ে না? আমি কোনও পার্টির দোষ দিচ্ছি না, কিন্তু দিনের শেষে আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে তাই এগুলো নিয়ে কেন আলোচনা করা?'