মেট গালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে। এই অনুষ্ঠানের রেড কার্পেটে হেঁটে এই বছর তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ খান, অন্তঃসত্ত্বা কিয়ারা আডবানি, দিলজিৎ দোসাঁঝ সহ অন্যান্য তারকারা। তবে চলতি বছর মহারাজার ল🐼൩ুকে সকলের নজর কেড়েছেন দিলজিৎ।
সাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি, বহ꧋ুমূল্যবান গহনা পরে একেবারে রাজার বেশে রেড কার্প🅠েটে হেঁটেছিলেন দিলজিৎ। ফ্যাশনের দিক থেকে কিছুটা হলেও তিনি পেছনে ফেলে দিয়েছিলেন শাহরুখ খানকেও। এবার ভোগ ম্যাগাজিনেও উঠে এল তেমনই প্রমাণ।
আরও পড়ুন: পাল্টা আঘাত হানায় ভারতের নিন্দে! ফাওয়াদকে কটাক্ষ রূপালির, মাহিরাকে কী বললেন অবিনাশ🐽 ম𒅌িশ্র?
আরও পড়ুন: শ🍎ুরুতেই শ্রীদেবীর সঙ্গে অভিনয🐓়, তাও কেন বলি দুনিয়া থেকে হারিয়ে গেলেন এই অভিনেতা?
ভোগ ম্যাগাজিনের জরিপে বিশ্ব𝕴ের সবথেকে বড় ফ্যাশন ইভেন্টে সেরা পোশাক পরা সেলিব্রেটি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলজিৎ দোসাঁঝ। জেন্ডার এবং রিহানার মতো ফ্যাশনদুরস্ত তারকাদের পিছনে ফেলে সবার আগে এগিয়ে গেছেন দিলজিৎ।
ভক্তদের ভোটের ওপর নির্ভর করে এই ফ💎্যাশন ম্যাগাজিনটি একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে রেড কার্পেটে ৩০৭ জন তারকাদের মধ্যে সেরা পোশাক পরিহিত তারকাদের বেছে নিতে বলা হয়েছিল। ভক্তদের বিচারে সবার আগ🎶ে এগিয়ে গেছেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ।
মেট গালায় মহারাজা ভূপিন্দর সিং- এর সাজে সেজে ছিলেন তিনি।🦄 পাঞ্জাবের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই এই সাজে সেজেছিলেন অভিনেতা। নিজের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি যে সক্ষম হয়েছেন তা এই তালিকা দেখ🌱েই স্পষ্ট হয়ে যায়।
এই তালিকায় দ্বিতীয় নাম উঠে এসেছে দক্ষিণ কোরিয়ান র্যাপার গায়ক এস কুপস, যিনি কোরিয়ান হ্যানবক জ্যাকেট থেকে অনুপ্রেরণা নিয়ে ধূসর রঙের বস স্যুট পরেছিলেন। তৃতীয় স্থান অধিকার করেছেন হলিউড তারকা জেন্ডোয়া, যিনি লুই ভিটনের স্যুট পরেছিলেন, গায়িকা তেয়ানা টেলর রুথ ই কার্টারের পোশাক পরেছিলেন এবং পপস্টার রিহানা মার্ক জ্যাকবসের ডিজাইনে🉐 নি𒐪জেকে সাজিয়েছিলেন।
আরও পড়ুন: 🍌'আমার ভাই আমাকে...', জম্মু থেকে ভাইয়ের পাঠানো কোন ভিডিয়ো𝓀 পোস্ট করলেন অনুপম?
আরও পড়ুন: যুদ্ধের আবহে বাবাকে নিয়ে ✅চিন্তিত, জম্মুর বাড়ি🐠তে কেমন আছেন সময় রায়নার বাবা?
এই তালিকায় নাম রয়েছে নিকি মিনাজ, শাকিরারও। তবে দুর্ভাগ্যবশত এই তালিকায় নাম ওঠেনি বলিউড স্টার শাহরুখ খানের। শাহরুখ খান, যিনি চলতি বছর মেট গালা অনুষ্ঠানে প্রไথম অংশগ্রহণ করেছিলেন, তিনি সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সেজে থাকলেও ভক্তদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারেননি।