ভারত জুড়ে এখন দিলজিৎ-ঝড়। দেশে নানা প্রান্ত মাতছে দিলু-মিনাতির তালে তালে। তবে এর মাঝেই গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ জানিয়েছে যে পরিকাঠামো উন্নত না হওয়া পর্যন্ত তিনি আর ভারতে কনসার্ট করবেন না।
‘যতদিন না এটা হচ্ছে, ভারতে আর শো করব না’, দিলজিৎ-এর ঘোষণায় হইচই, কোন শর্ত দিলেন?
ভারত জুড়ে এখন দিলজিৎ-ঝড়। দেশে নানা প্রান্ত মাতছে দিল-লুমিনাতি তালে তালে। তবে এর মাঝেই গায়ক দিলজিৎ দোসাঞ্জ জানিয়েছে যে পরিকাঠামো উন্নতি না হওয়া পর্যন্ত তিনি আর ভারতে কনসার্ট করবেন না। ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ের শো চলাকালীন এই বিষয়ে জানান গায়ক। তাঁর বলা এই কথার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
চণ্ডীগড়ে কনসার্ট চলাকালীন গায়ক জানান, স্টেজের পরিকাঠামো যত দিন না ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত তিনি ভারতে কনসার্ট করবেন না। দিলজিৎ তাঁর মাতৃভাষা পাঞ্জাবিতে বলেন, ‘আমাদের এখানে লাইভ শোয়ের জন্য সঠিক পরিকাঠামো নেই। এই কনসার্টগুলি আয়ের একটা বড় উৎস, অনেকে কাজ পান এর জন্য। তবে আপনারা সবাই এই ধরনের স্টেজের জন্য আমাকে দূর থেকে দেখছেন। আমি পরের বার চেষ্টা করব যে মঞ্চটি যেন গোল হয়। আর আপনারা আমাকে কেন্দ্র করে আমার আশেপাশে ঘুরতে পারেন। যতদিন না এটা হচ্ছে, ততদিন আমি ভারতে শো করব না।’
শনিবার চণ্ডীগড়ে তাঁর দিল-লুমিনাতি কনসার্টটি ভারতের আন্তর্জাতিক দাবা ফেডারেশন বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ডোম্মারাজুকে উৎসর্গ করেন। তিনি মঞ্চ থেকেই গুকেশ কীভাবে তাঁর স্বপ্ন পূরণের জন্য অল্প বয়স থেকেই কঠোর পরিশ্রম করছিলেন সেই কথা জানিয়ে তাঁর প্রশংসাও করেছেন।
তাছাড়াও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনসার্টের একটি ভিডিয়োও শেয়ার করেন গায়ক। তিনি আরও বলেন যে, জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তবে যাঁরা সেগুলি মোকাবেলা করতে জানেন, তাঁরা ঠিকই নিজের লক্ষ্যে পৌঁছে যান। তাছাড়াও দিলজিৎ আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমার বিখ্যাত সংলাপ ‘ঝুকেগা নেহি’ নিজের মতো করে করে বলেন, ‘শালা নেহি ঝুকেগা তো কেয়া জিজা ঝুক যায়েগা (শ্যালক ঝুকবে না তো কি জামাইবাবু ঝুকবে)’।
চণ্ডীগড়ে অনুষ্ঠানের আগে, চণ্ডীগড় কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (সিসিপিসিআর) তাঁকে লাইভ পারফরম্যান্সের সময় অ্যালকোহল নিয়ে তাঁর যেসব গান রয়েছে তা পরিবেশন না করার জন্য একটি নির্দেশিকা জারি করেছিল।
বৃহস্পতিবার সিসিপিসিআর-এর চেয়ারপার্সন শিপ্রা বনসলের জারি করা অ্যাডভাইজরিতে ‘পাতিয়ালা পেগ’, ‘ফাইভ তারা’ এবং ‘কেস’-এর মতো গানের কথা উল্লেখ করে বলা হয়েছে, যাতে মদ, মাদক বা হিংসার প্রচার করে এমন গান যেন পরিবেশন না করা হয়। দিলজিৎ ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে পারফর্ম করে ভারত সফর শেষ করবেন।