1 মিনিটে পড়ুন Updated: 04 Nov 2023, 11:12 PM ISTSubhasmita Kanji
Durga Puja 2023: হেরিটেজ বেঙ্গল গ্লোবালের উদ্যোগে টেমস নদীর দিয়ে ঘোরানো হল মা দুর্গার মূর্তিকে।
দুর্গাপ্রতিমার জন্য খুলে গেল লন্ডনের টাওয়ার ব্রিজ
ভারতে দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। শেষ হয়ে গিয়েছে লক্ষ্মীপুজোও। কয়েকদিন আগেই ধুমধাম করে শহরে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছিল। কিন্তু একাধিক ভিন দেশে এখনও কিছু কিছু জায়গায় দুর্গাপুজোর আমেজ আছে। তেমনই লন্ডনের একটি দুর্গাপুজোর ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো মন কেড়ে নিয়েছেন নেট দুনিয়ার।
লন্ডনের একটি দুর্গাপুজো কমিটির উদ্যোগে সেখানকার দেবীমূর্তিকে নৌকায় করে টেমস নদীতে ভ্রমণ করানো হয়। বৃহস্পতিবার, ২ নভেম্বর মেঘদূত রায়চৌধুরী নামক এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে দুর্গাপুজোর একটি প্রসেশন হচ্ছে। লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে মা দুর্গার সেই নৌকো। আর দেবীর জন্য খুলে দেওয়া হয়েছে টাওয়ার ব্রিজ।
মেঘদূত রায়চৌধুরী এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'কী দারুণ একটা দৃশ্য তাই না? টেমস নদীতে মা দুর্গা। সঙ্গে ঢাকের শব্দ। বিজয়া দশমীর আনন্দ এর ভালো আর কী ভাবে হতে পারে!' তিনি একই সঙ্গে এই পোস্টে লেখেন, ' কলকাতার দুর্গাপুজোকে গ্লোবাল ট্যুরিজম গন্তব্য হিসেবে প্রচার করার জন্য হেরিটেজ বেঙ্গল গ্লোবাল এই উদ্যোগটি নিয়েছে গত বছর থেকে।' লালবাবা রাইস টেমস দুর্গা প্যারেড নাম দেওয়া হয়েছে এটির।
তিনি তাঁর পোস্টে তাঁদের এই উদ্যোগের বিষয়ে ব্যাখ্যা করে লেখেন, 'এই অনুষ্ঠানে আমরা মধ্য লন্ডনে টেমস নদীর উপর যত ব্রিজ আছে তার নিচ দিতে প্রতিমা নিয়ে যাই, উদ্দেশ্য একটাই যাতে নদীর পাড়ে থাকা সবার এবং ব্রিজে থাকা সমস্ত মানুষদের নজর কাড়তে পারি, দুর্গাপুজোর প্রচার করতে পারি। এটার কারণে তাঁদের মনে প্রশ্ন তৈরি হবে, বিষয়টা নিয়ে তাঁরা আরও জানতে চাইবেন এবং প্রচার হবে দুর্গাপুজোর।'